scorecardresearch
 

SHOCKING: স্ত্রীর দেহ টুকরো করে মাটিতে পুঁতল স্বামী, বিষ্ণুপুরে হাড়হিম ঘটনা

Bishnupur Man Murders And Cut Her Body: স্ত্রীকে কেটে টুকরো করে মাটির নীচে পুঁতে ফেলল যুবক, বিষ্ণুপুরে হাড়হিম ঘটনা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে কী কারণে এমন ঘটনা, তা এখনও জানা যায়নি। তবে পরকীয়া সন্দেহে খুন হতে পারে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

Advertisement
স্ত্রীকে কেটে টুকরো করে মাটির নীচে পুঁতে ফেলল যুবক, বিষ্ণুপুরে হাড়হিম ঘটনা স্ত্রীকে কেটে টুকরো করে মাটির নীচে পুঁতে ফেলল যুবক, বিষ্ণুপুরে হাড়হিম ঘটনা
হাইলাইটস
  • স্ত্রীকে কেটে টুকরো করল যুবক
  • দেহাংশ মাটির নীচে পুঁতে ফেলল
  • বিষ্ণুপুরে হাড়হিম ঘটনা

Bishnupur Man Murders And Cut Her Body: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এরপর দেহ লোপাটের জন্য তিন টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে খুনের পর দেহ লোপাটের জন্য কাটারি দিয়ে দেহ তিন টুকরো করে স্বামী। যদিও শেষরক্ষা হয়নি।  স্ত্রী মমতাজ বিবিকে খুনে অভিযুক্ত আলিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন মমতাজ। তারপর থেকে আর ফেরেননি। আলিম যথারীতি রাতে শ্বশুরবাড়ি ফিরে আসে। বুধবার সকালে এলাকার মানুষের সন্দেহ হওয়ায় পুলিশকে জানায় বিষয়টি। এরপর আলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক সময় জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় আলিম। পুলিশকে জানায় কীভাবে সে তার স্ত্রীকে বিকেলে আলিমকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে ৮ দিন ধরে নিখোঁজ কলেজের রেজিস্ট্রার, ২৬ লক্ষ টাকাও 'গায়েব'

মঙ্গলবার সকালে দু’জন একসঙ্গে কাজে বেরিয়েছিলেন। রাতে স্বামী বাড়ি ফিরলেও ফেরেননি স্ত্রী। সারারাতও না। তারপর বুধবার খোঁজখবর, থানা-পুলিশ হতেই ব্যাপারটা স্পষ্ট হয়। স্ত্রীকে খুন করে, কয়েক টুকরো করার পর ফাঁকা মাঠে পুঁতে দিয়েছিল স্বামী। 

আলিম সেখ মুর্শিদাবাদের ছেলে। বিষ্ণুপুরে বিয়ে হয় তার। বছর ১৫ ধরে বিষ্ণুপুরের ছিটবাগি এলাকাতেই থাকত সে। মমতাজ কাজ করতেন একটি লজেন্স কারখানায়। কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশি জেরায় স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে স্বামী। পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়ে দেহ দু’টুকরো করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, এই খুনের ঘটনায় আলিম সেখের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা। তদন্তকারীদের অনুমান একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। বিষ্ণুপুরের সারদা গার্ডেন এলাকার একটি মাঠ থেকে মাটি খুঁড়ে মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement

 

Advertisement