scorecardresearch
 

ফের পৃথক উত্তরবঙ্গের সমর্থন আরও এক বিজেপি বিধায়কের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আলিপুরদুয়ারে আসার ঠিক আগেই পৃথক উত্তরবঙ্গ রাজ্য নিয়ে বিতর্ক উস্কে দিলেন আলিপুরদুয়ারের বিজেপির বিধায়ক সুমন কাঞ্জিলাল। 

Advertisement
আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল
হাইলাইটস
  • ফের পৃথ উত্তরবঙ্গের দাবির সমর্থন
  • এবার ঘুরিয়ে সমর্থন আলিপুরদুয়ারের বিধায়কের
  • দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, জানালেন বিজেপি বিধায়ক

ফের পৃথক রাজ্যের প্রসঙ্গ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আলিপুরদুয়ারে আসার ঠিক আগেই পৃথক উত্তরবঙ্গ রাজ্য নিয়ে বিতর্ক উস্কে দিলেন আলিপুরদুয়ারের বিজেপির বিধায়ক সুমন কাঞ্জিলাল। 

ঘুরিয়ে সমর্থন

রবিবার আলিপুরদুয়ার কলেজ হল্টে দুপুর একটায় এক সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক পৃথক উত্তরবঙ্গ রাজ্য নিয়ে ঘুরিয়ে সমর্থন জানালেন সাংসদ জন বারলার দাবিকে। পৃথক রাজ্যের দাবিকে সরাসরি সমর্থন না করেও প্রচ্ছন্ন মদত দেন।

উত্তরবঙ্গের পক্ষে আছি, দাবি বিধায়কের

বিজেপির বিধায়ক উত্তরবঙ্গ রাজ্য প্রসঙ্গে ঘুরিয়ে বলেন, আমি উত্তরবঙ্গের পক্ষে আছি। অনুন্নয়নের বিরোধিতা করছি। উত্তরবঙ্গের বঞ্চিত মানুষদের পক্ষে আছি। পৃথক উত্তরবঙ্গ রাজ্য প্রসঙ্গে বিজেপির এই বিধায়ক বলেন, দলের অবস্থানই আমার অবস্থান। তবে আমি বিজেপি সাংসদের পৃথক রাজ্যের বিরোধিতা করছি না।

সমর্থন একাধিক নেতা কর্মীর

সম্প্রতি, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জনবারলা পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবীতে সরব হয়েছেন। এ নিয়ে উত্তাল গোটা রাজ্য রাজনীতি। সাংসদ জন বারলার সাথে পৃথক রাজ্যের দাবিতে সুর চড়িয়েছেন উত্তরবঙ্গের কয়েকজন বিজেপির সাংসদ নেতা। যদিও বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করে না বিজেপি।

বিতর্ক আলিপুরদুয়ারে

তবে এই মুহূর্তে বিজেপির পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্যের রাজনীতি। রবিবার দলের করুণ পরিস্থিতি ঠেকাতে আলিপুরদুয়ার আসছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ঠিক তার আগেই আলিপুরদুয়ার বিজেপির বিধায়ক সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের সাংসদের পৃথক বাংলা ভাগের বিরোধিতা না করায় রাজনৈতিক বিতর্ক দানা বাঁধছে আলিপুরদুয়ার জেলায়।

বিধায়কের বক্তব্য

সুমন কাঞ্জিলালের সাফ বক্তব্য, আমাদের দলের সাংসদের সাথে মত না মেলালেও তার পৃথক রাজ্যের দাবির বিরোধিতা করছি না। এদিন কলেজ হল্টে সাংবাদিক সন্মেলনে সুমন কাঞ্জিলাল বলেন আমি উত্তরবঙ্গের পক্ষে আছি। উত্তরবঙ্গের মানুষ অবহেলা, এবং বঞ্চনার শিকার। মানুষের উন্নয়নের দাবিতে মানুষের পাশে রয়েছি।বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগঠিত করা হবে। পৃথক রাজ্যের দাবিতে আমাদের বিজেপি দলের যে অবস্থান, আমি দলের সেই অবস্থানেই থাকব।

Advertisement

 

Advertisement