Cyclone Asani Updates: ঘূর্ণিঝড় 'অশনি' ধেয়ে আসছে। আগামী ১০ তারিখ তা আরও তীব্র হবে। উত্তর-পশ্চিম দিক হয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড়। আগামী ১২ ঘণ্টায় তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১০ তারিখ বিকেলে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতে পৌঁছবে। এরপর এটি উত্তর-উত্তর পূর্ব দিকে বাঁক নেবে।
বিশাখাপত্তম থেকে ৯৪০ কিমি দূরে অবস্থান করছে 'অশনি'। পুরী থেকে ১০০০ কি.মি দূরে রয়েছে ঘূর্ণিঝড়। উপকূলের আরও কাছাকাছি আসলে প্রভাব পড়বে বাংলাতেও। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় দু'এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১০ থেকে ১২ তারিখ ভারী বৃষ্টি হবে বলে সম্ভাবনা।
মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আগামী ১০ মে থেকে ১২ মে পর্যটকদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি কর হয়েছে। এ সময় উত্তাল থাকবে সমুদ্র। কলকাতায় কী প্রভাব পড়বে তা এখনও জানানো হয়নি হাওয়া অফিসের তরফে।
আরও পড়ুন, 'অশনি'-র আশঙ্কায় পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর জেলা সফর
কলকাতায় ভারী বৃষ্টিপাত হবে কিনা তা এখনও জানায়নি হাওয়া অফিস। আগামিকাল আরও একটি সাংবাদিক বৈঠক করবেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
তবে জানা যাচ্ছে, স্থলভাগে এর আছড়ে পড়ার আশঙ্কা কম। তবে শুকনো খাবার থেকে পানীয় জল মজুত রাখার মতো সমস্ত সতর্কতা রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি রুখতে প্রতিটি ব্লকে সাবধানতা অবলম্বন হচ্ছে। তৈরি কুইক রেসপন্স টিম। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হচ্ছে। দুর্বল বাড়িঘরগুলির ক্ষয়ক্ষতি হতে পারে, তাই উপকূলবর্তী এলাকার এই মানুষদের জন্য ভাবনাচিন্তা করা হচ্ছে। তৈরি শেল্টার হোমগুলিও।