scorecardresearch
 

Mamata Banerjee : 'বাংলায় কী করতে?' মমতার ভাগবত-কটাক্ষ, পাল্টা বিরোধীরা

Mamata Banerjee: আরএসএস প্রধান মোহন ভাগবতকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী করতে তিনি এ রাজ্যে এসেছেন, সে প্রশ্ন তোলেন মমতা। তাঁর কটাক্ষ, পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন প্রশাসন থেকে! যাতে বোঝেন আমাদের এখানে এলে আমরা কাউকে ফেলে দিই না।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহন ভাগবত মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহন ভাগবত
হাইলাইটস
  • আরএসএস প্রধান মোহন ভাগবতকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • কী করতে তিনি এ রাজ্যে এসেছেন, সে প্রশ্ন তোলেন মমতা
  • তাঁর কটাক্ষ, পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন প্রশাসন থেকে

Mamata Banerjee: আরএসএস প্রধান মোহন ভাগহতকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী করতে তিনি এ রাজ্যে এসেছেন, সে প্রশ্ন তোলেন মমতা। তাঁর কটাক্ষ, পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন প্রশাসন থেকে! যাতে বোঝেন আমাদের এখানে এলে আমরা কাউকে ফেলে দিই না।

বিজেপির পাল্টা, সিপিআইএম বলছে, সমঝোতা
তাঁকে আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি, আরএসএস প্রধানের সমালোচনা করে সারা দেশে বাংলার ভাবমূর্তি খারাপ হবে। সিপিআইএম দুপক্ষকে বিঁধেছে। তাদের দাবি, গোটাটাই লোকদেখানো।  

রাজ্য়ে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে আরএসএস পরিচালিত স্কুলে সঙ্ঘের প্রশিক্ষণ শিবির চলছে। রাজ্যে তাঁর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন: কন্ডোম, সোডা-আইস কিউব, অনলাইনে সবথেকে বেশি অর্ডার হয়েছে নিউ ইয়ারে

আরও পড়ুন: COVID বিধি মেনে কামারপুকুরে পালিত কল্পতরু উৎসব, হাজির ভক্তরা

আরও পড়ুন: Break-up-এর পর জুড়তে চান সম্পর্ক? মেনে চলুন এই ৪ ফর্মুলা

মমতার কটাক্ষ
এদিন মেদিনীপুরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বলেন, "কেশিয়াড়িতে আরএসএস প্রধান ১৭-২০ মে এসে থাকছেন।" কী কাজ? তাঁর কটাক্ষ, দেখবেন ভাল করে প্রোটেকশন দেবেন! যেন দাঙ্গা-টাঙ্গা না করেন। পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন প্রশাসন থেকে! যাতে বোঝেন আমাদের এখানে এলে আমরা কাউকে ফেলে দিই না। অতিথি হিসেবে যত্ন করি। কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না। তা হলে কিন্তু পেয়ে বসবে। কেশিয়াড়ির এমএলএ কোথায়? তুমিও একটু নজর রেখো।

বিজেপির আক্রমণ
এ নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য পাল্টা আক্রমণ করেন মমতাকে। তিনি বলেন, "দাঙ্গার গল্প দিয়ে আমার মনে হয় পৃথিবীর সর্ববৃহৎ সংগঠনের যিনি প্রধান, তাঁকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা খুব একটা লাভবান হবে না। এতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি সারা দেশের কাছে কলুষিত হবে।"

Advertisement

বিজেপি-তৃণমূলের বোঝাপড়া, অভিযোগ সিপিআইএমের
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফেসবুকে লিখেছেন, "এক সময় বাংলার মুখ্যমন্ত্রীরা দাঙ্গাবাজদের বিষদাঁত ভেঙে দেওয়ার কথা বলতেন। তাই বাংলায় সুদীর্ঘ সময় ধরে সাম্প্রদায়িক শক্তি দাঁত ফোঁটাতে পারেনি। আজ আরএসএস-এর দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে বাংলার সমাজ ভাগ করতে স্বাগত জানাচ্ছেন। আর তাঁর এই মাখামাখির জন্য বলি হচ্ছে বাংলার ঐতিহ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব।

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, সবচেয়ে বড় দেশপ্রেমিকের দল আরএসএস, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী। আবার আরএসএসের কথা অনুযায়ী দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ইকুয়েশনটা, মুখ্যমন্ত্রীকে কখনও আরএসএসের বিরুদ্ধে কথা বলতে শুনেছেন। বিজেপির সঙ্গে লোক দেখানো ঝগড়া।

 

Advertisement