scorecardresearch
 

Bengal Rain Alert: স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি নামল পারদ, দুর্যোগ চলবে কতদিন? পূর্বাভাস

আজ সকাল থেকেই আকাশের মুখভার। শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিন শুরু হয়েছে বৃষ্টির মধ্যে দিয়েই। হাওয়া অফিস বলছে, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্য়ুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও নদিয়ায়। এদিন সারাদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কতদিন এই বৃষ্টি চলবে? চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

Advertisement
দুই বঙ্গেই  বৃষ্টি বাড়বে দুই বঙ্গেই বৃষ্টি বাড়বে

আজ সকাল থেকেই আকাশের মুখভার। শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিন শুরু হয়েছে বৃষ্টির মধ্যে দিয়েই। হাওয়া অফিস বলছে, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্য়ুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও নদিয়ায়। এদিন সারাদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কতদিন এই বৃষ্টি চলবে? চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

কতদিন বৃষ্টি চলবে?
মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গ  জুড়ে বৃষ্টি শুরু হয়েছে  । শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে । দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য পশ্চিমবঙ্গে।  আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। তাই আপাতত বৃষ্টি চলবে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। কখনও  হালকা আবার কখনও মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলি। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।   আবহাওয়া দফতর বলছে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশের উপর। অন্যদিকে আরও একটি অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে দক্ষিম অসম পর্যন্ত। ফলে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কমে আসবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। শুক্রবার থেকে অবস্থার উন্নতি হবে। অর্থাৎ  ঘ্যানঘেনে এই বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। এদিকে টানা দু’তিন দিন বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রারও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরঙ্গে। পার্বত্য এলাকাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হবে। তবে এরইমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। 
এদিনের মতো বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  বৃহস্পতিবার থেকে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে এরপর তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই।

 কলকাতার আবহাওয়া
রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাত ১২ টা ৩০ মিনিট থেকে  কলকাতার বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বুধবার সকাল থেকেই । হাওয়া অফিস  জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে। মঙ্গলবার যা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি। 

Advertisement