scorecardresearch
 
Advertisement

Cyclone Asani Update: বঙ্গোপসাগরে রয়েছে অশনি, বাঁক নিয়ে আসতে পারে বাংলায় !

Cyclone Asani Update: বঙ্গোপসাগরে রয়েছে অশনি, বাঁক নিয়ে আসতে পারে বাংলায় !

ঘূর্ণিঝড় অশনি এখনও উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে। ক্রমেই ঘূর্ণিঝড়ের গতি কমছে। তবে এখনও প্রবল ঘূর্ণিঝড়ের আকারেই বঙ্গোপসাগরের বুক রয়েছে অশনি।  দেশের মৌসম ভবন জানাচ্ছে , এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ২৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার, গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার ও পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি।ভারতীয় পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। আজই এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে এগোতে পারে। ওড়িশার উপকূল বরাবর বাংলার দিকে এটি এগোতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

est bengal weather forecast, cyclone asani latest news

Advertisement