scorecardresearch
 

Indian High Comissionar To Bangladesh Praises Bangabandhu: 'ভারতীয়দের কাছেও অনুকরণীয় বঙ্গবন্ধু', মন্তব্য বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারের

Indian High Comissionar To Bangladesh Praises Bangabandhu: 'ভারতীয়দের কাছেও অনুকরণীয় বঙ্গবন্ধু', মন্তব্য বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারের। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।

Advertisement
'ভারতীয়দের কাছেও অনুকরণীয় বঙ্গবন্ধু', মন্তব্য বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারের 'ভারতীয়দের কাছেও অনুকরণীয় বঙ্গবন্ধু', মন্তব্য বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারের
হাইলাইটস
  • 'বঙ্গবন্ধু ভারতীয়দের কাছেও অনুকরণীয়'
  • ঢাকায় মন্তব্য বাংলাদেশের ভারতীয় হাইকমিশনারের

Indian High Comissionar To Bangladesh Praises Bangabandhu: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁর প্রশংসা করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশিদেরই আদর্শ নন, তিনি ভারতীয়দেরও আদর্শ।"তিনি বলেছেন, “বঙ্গবন্ধু ভারতীয়দেরও অনুকরণীয়। বাংলাদেশ-ভারতের সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।” 

আরও পড়ুনঃ ২৫ টাকায় মিলছে জোড়া ইলিশ, মাছ কিনতে দোকানে লম্বা লাইন

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রণয় ভার্মা বলেন, “সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি, তা পুরো বিশ্বের কাছে অনুকরণীয়। বাংলাদেশ ও ভারতের উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা চলমান থাকবে।” 

তিনি আরও বলেন, “মার্চ মাস হলো বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাস। এই মাসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর জন্ম এই মাসেই। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন। বঙ্গবন্ধুর সমাধিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।” এদিন এই শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রণয় ভার্মার স্ত্রী মনু ভার্মা, হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি বৈভব গোনদানী, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজি মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার আল মামুন প্রমুখ। হাইকমিশনার হিসেবে যোগদানের পর এই প্রথম বাংলাদেশের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান প্রণয় ভার্মা। দু'দেশের মধ্যে কূটনৈতি সম্পর্ক দৃঢ় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

Advertisement