Advertisement

মনোরঞ্জন

PHOTOS: করোনার আবহে নিয়ম মেনেই জিম সেশনে সারা আলি খান

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Feb 2021,
  • Updated 3:20 PM IST
  • 1/8

রূপ পাল্টে ফিরে একবার করোনা ফিরে আসছে। কিন্তু স্বাভাবিক জীবন তো থেমে থাকবে না। যেমনটা থেমে নেই বলিউড স্টারদের। তাই যথা সম্ভব নিয়ম মেনে সাবধানতার সঙ্গে ফিটনেস বজায় রাখছেন তাঁরা। যেমনটা দেখা গেল সারা আলি খানকে। ছবি: যোগেন শাহ

  • 2/8

বৃহস্পতিবার মুম্বইয়ে বান্দ্রাতে জিমে আসেন সইফ কন্যা। ছবি: যোগেন শাহ

  • 3/8

পরনে ছিল অলিভ রঙের জাম্পস্যুট। ছবি: যোগেন শাহ

  • 4/8

সাদা রংয়ের সাইড ব্যাগ। তার সঙ্গে ম্যাচিং সাদা এবং নীল প্রিন্টেড মাস্ক। ছবি: যোগেন শাহ

  • 5/8

খোলা চুলে ফটোগ্রাফারদের উদ্দেশে হাতও নাড়ান সারা। ছবি: যোগেন শাহ

  • 6/8

পায়ে পরেছিলেন কোলাপুরি চপ্পল। ভারতীয় এবং বিদেশি ফ্যাশনের মিশেল। ছবি: যোগেন শাহ

  • 7/8

নো মেক-আপ লুকে সারাকে যথেষ্ট সপ্রতিভ দেখিয়েছে। ছবি: যোগেন শাহ

  • 8/8

পর পর ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন। তাই ফিটনেস বজায় রাখতে জিমিং সেশন খুব একটা মিস করেন না সুন্দরী। ছবি: যোগেন শাহ

Advertisement
Advertisement