Advertisement

মনোরঞ্জন

Lahoma Bhattacharya: নীল মনোকিনিতে ধরা দিলেন জিতের এই নায়িকা, দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2025,
  • Updated 4:24 PM IST
  • 1/11

টলিপাড়ার নতুন নায়িকাই বলা চলে লহমা ভট্টাচার্যকে। 
 

  • 2/11

জিতের বিপরীতে ডেবিউ করে অভিনয় জগতে পা রাখেন লহমা। 
 

  • 3/11

এরপর তাঁকে আবির ও পরমব্রতের সঙ্গেও কাজ করতে দেখা যায়। 
 

  • 4/11

অভিনয় নেহাত খারাপ করেন না অভিনেত্রী। ফিল্মি পার্টিতে তাঁকে প্রায়ই দেখা যায়। 

  • 5/11

তবে এবার লহমাকে দেখা গেল বোল্ড লুকসে। নীল মনোকিনিতে সি-বিচে ধরা দিলেন লহমা।
 

  • 6/11

দুই টোনের নীল রঙের মনোকিনিতে নীল পরী লাগছে লহমাকে। 
 

  • 7/11

চোখে সানগ্লাস আর সঙ্গে সি-বিচ। একের পর এক পোজে ছবি তুলেছেন তিনি। 
 

  • 8/11

লহমার এই ছবি দেখার পর শীতেও ঘাম ঝরতে পারে আপনার। 
 

  • 9/11

লহমার ডাকনাম চিনি। বাড়িতে সকলে তাঁকে এই নামেই ডাকেন। 
 

  • 10/11

লহমার বাবা বিখ্যাত সাংবাদিক। মেয়েও সেই পথেই হেঁটেছিলেন। কিন্তু ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। 
 

  • 11/11

জিতের রাবণ ছবিতে লহমার নায়িকা হওয়ার ইচ্ছেপূরণ হয়।  
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement