Advertisement

মনোরঞ্জন

Monalisa : বোল্ড লুকে 'ঝুমা বউদি', 'এমন করলে কী করে চলবে!' প্রশ্ন ফ্য়ানের

Aajtak Bangla
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 Dec 2021,
  • Updated 1:44 PM IST
  • 1/10

ফের নিজের আন্দাজের জাদুতে সবাইকে মাত করে দিলেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা (Monalisa)। নিজের নতুন কয়েকটি ছবি দিয়েছেন তিনি। সেগুলো আলোচনার কেন্দ্রে চলে এসেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রবল জনপ্রিয়। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: বক্সার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, উচ্ছ্বাস বন দফতরের

  • 2/10

বড়দিন উপলক্ষে তিনি (Monalisa) বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে বেশ বোল্ড লুকে দেখা গিয়েছে। অনেকে তারিফ করেছেন তাঁর নয়া লুকের। 

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! তোলপাড় দাশনগর

  • 3/10

তাঁর (Monalisa) নয়া লুকে দেখা যাচ্ছে পরনে পার্পল রঙের স্কার্ট। এবং পিচ রঙের টপ। মোনালিসার হট লুক দারুণ পছন্দ হয়েছে ফ্য়ানেদের। 

আরও পড়ুন: 'কে কী বলল, তাতে কিছু যায়-আসে না,' সোজাসাপ্টা রোহিত শর্মা

  • 4/10

তিনি ওই পোশাকে বেশ কয়েকটি ছবি দিয়েছেন। মোহময়ী বিভিন্ন রূপে দেখা গিয়েছে তাঁকে। 

আরও পড়ুন: 'আপনার ব্রা কোথায়?' Esha Gupta-কে প্রশ্ন নেট-নাগরিকদের

  • 5/10

ছবি শেয়ারের পাশাপাশি ক্যাপশনও দিয়েছেন তিনি। লিখেছেন, "prechristmas #christmas #vibes।" 

আরও পড়ুন: ফের Urfi Javed, এবার হলুদ রঙের ব্রা-র সঙ্গে মানানসই ব্য়াগ, সঙ্গে গোয়ার গয়না

  • 6/10

এর পাশাপাশি বড়দিনের আরও কিছু ছবি তিনি শেয়ার করেছন। আর তা ইন্সটাগ্রাম স্টোরিতে। 

আরও পড়ুন: স্কুটিতে লেখা SEX, বাড়ি থেকে বেরোনো দায় দিল্লির কলেজ পড়ুয়ার

  • 7/10

তাঁর নতুন ছবি দেখে একজন কমেন্ট করেছেন, এভাবে কী করে চলবে। আবার অনেকে, সেই ছবিতে লাইক করেছেন, তারিফ করেছেন। সেই সংখ্যা বেড়েই চলেছে। 

  • 8/10

মোনালিসা পার্পল রঙের পোশাকে আরও ছবি দিয়েছিলেন। সেটি দিন কয়েক আগে। ডিপ নেক লাইন পোশাকে তাঁকে হট লাগছিল। সেই ছবিগুলোও দারুণ জনপ্রিয় হয়েছিল।

  • 9/10

ইন্সটাগ্রামে তাঁর ৪.৯ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। ভোজপুরি সিনেমা জগতে তিনি এক তারকা। অনেক পরিশ্রম করে তিনি নিজের জায়গা পাকা করে নিয়েছেন। 

  • 10/10

ভোজপুরি সিনেমায় তাঁর নাম একেবারে প্রথম সারিতে রয়েছে। তাঁর ছবি, ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকেন তাঁর ফ্যানেরা। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্য়েই নিজের বোল্ড অ্যান্ড বিউটিফুল ছবি দেন।

Advertisement
Advertisement