Advertisement

মনোরঞ্জন

Nachiketa Chakraborty Bengali Ghazal : 'গান গুলো রেখো ভাল', এবার নচিকেতার গলায় বাংলা গজল

প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 19 Jun 2022,
  • Updated 2:10 PM IST
  • 1/7

একসময় বাংলা গানের ধারাটাকেই বদলে দিয়েছিলেন তিনি। শ্রোতাদের উপহার দিয়েছিলেন একেবারে নতুন ধরনের বাংলা গান। যার পোশাকি নাম দেওয়া হয় 'জীবনমুখী গান'। 

  • 2/7

 নিজের গানের কথার মধ্যে দিয়ে মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন যিনি, তিনি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। 

আরও পড়ুনঅবশেষে এল বর্ষা, সিক্ত হল ধরা, বাঙালির মনে রোমান্টিকতার ছোঁয়া

  • 3/7

তাঁর অ্যাঙ্গরি ইয়াং ম্যান ইমেজ আর স্পষ্ট কথা বরাবরই আকৃষ্ট করে ভক্তদের। আর সেকারণেই তাঁর নতুন যে কোনও প্রজেক্ট নিয়ে উৎসাহের অন্ত থাকে না আমবাঙালির। কারণ তাঁরা জানেন নচিকেতা মানেই নতুন কিছু। 

আরও পড়ুন - কখনও শাসন-কখনও সোহাগ, বলিউডের এই 'বাবা'রা জয় করেছেন দর্শক-মন

  • 4/7

আর সেই নতুনত্বের ধারাকে অব্যাহত রেখেই ফের আরও একবার নতুনভাবে শ্রোতা-দর্শকদের কাছে ধরা দিতে চলেছেন সকলের প্রিয় 'নচিদা'। এবার প্রথমবারের জন্য বাংলা গজল (Bengali Ghazal) গাইছেন তিনি। 

  • 5/7

আগামী ২১ জুন বিশ্বসঙ্গীত দিবসে মুক্তি পেতে চলেছে নচিকেতা চক্রবর্তীর বাংলা গজল 'গান গুলো রেখো ভাল'। গানের কথা সাজিয়েছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর বেঁধেছেন আরও এক সঙ্গীত শিল্পী রাজকুমার রায়। আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন অয়ন মুখোপাধ্যায়। গানটি গেয়ে ভীষণ খুশি নচিকেতা নিজেও। আর সে কথা খোলাখুলি জানিয়েছেনও তিনি।

 

  • 6/7

প্রসঙ্গত, গতবছর কালীপুজোর সময় মুক্তি পেয়েছিল নচিকেতার গাওয়া প্রথম শ্যামাসঙ্গীত 'তোকে শ্যামা'। সেই ভিডিওটিও বিপুল জনপ্রিয়তা পায় দর্শকদের মধ্যে। 

আরও পড়ুনপূর্ব রেলের এই ট্রেনগুলি বাতিল, কয়েকটির সময়েও পরিবর্তন

  • 7/7

এবারেও শ্রোতারা একইভাবে নতুন গানটি শুনবেন বলেই আশা গোটা টিমের। 

Advertisement
Advertisement