Advertisement

মনোরঞ্জন

Siddhaanth Vir Surryavanshi: ২০১৫-য় ভেঙেছিল প্রথম বিয়ে, ৫ বছর আগে নতুন করে ঘর বেঁধেছিলেন সিদ্ধান্ত

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Nov 2022,
  • Updated 7:22 PM IST
  • 1/10

হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত পরিচিত মুখ অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। তাঁর বয়স হয়েছিল ৪৬। জিম করতে করতে হার্টঅ্যাটাক হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। 

  • 2/10

'কুসুম' নামে একটি ধারাবাহিকের হাত ধরে অভিনয়ের জগতে পা রাখেন সিদ্ধান্ত। তার পর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘কসৌটি জিন্দেগি কি’, ‘কৃষ্ণ অর্জুন’, ‘ক্যায়া দিল মেঁ হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক।

  • 3/10

তাঁর শেষ ধারাবাহিক 'জিদ্দি দিল মানে না' ২০২২ সালে সম্প্রচারিত হয়েছিল। অভিনয়ের জন্য তিনি পরিচিত মুখ ছিলেন। ২০০১ সাল থেকে সক্রিয়ভাবে অভিনয় করছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া টেলি জগতে।

  • 4/10

কয়েক বছর আগে ভেঙে গিয়েছিল সিদ্ধান্তের প্রথম বিয়ে। তাঁর প্রথম স্ত্রী ইরা। ২০০০ সালে তাঁদের বিয়ে হয়েছিল। দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। নাম দিজা। একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করেন  ইরা। 

  • 5/10

১৫ বছর ধরে ইরার সঙ্গে সংসারে চিড় ধরে ২০১৫ সালে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে সিদ্ধান্তের বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল বলে খবর। সহ-অভিনেত্রী প্রিয়া ভাতিজার সঙ্গে প্রেম করেছিলেন তিনি। সে কারণেই ভেঙেছিল তাঁর সংসার।

  • 6/10

২০১৫ সালে ইরার সঙ্গে সিদ্ধান্তের বিচ্ছেদের দু’বছরের মাথায় ফের ছাদনতলায় বসেছিলেন অভিনেতা। পাত্রী সুপারমডেল আলেশিয়া রাউত। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। 

  • 7/10

বিয়ের আগে আলেশিয়া ‘সিঙ্গল মাদার’ ছিলেন। তাঁর এক পুত্রসন্তান রয়েছে। নাম মার্ক। আলেশিয়ার জন্ম মস্কোয়। বাবা ভারতীয়। মা রুশ নাগরিক।

  • 8/10

অভিনেত্রী যশবীর কউরের মাধ্যমে আলেশিয়ার সঙ্গে সিদ্ধান্তের আলাপ হয়েছিল। তিনি বলেছিলেন,'আমরা দু’জনেই সংসার করতে চেয়েছিলাম। ওঁকে দেখেই ভাল লেগেছিল।'

  • 9/10

তাঁর অভিনীত শেষ দু’টি ধারাবাহিক ছিল ‘কৌন রিস্তোঁ মেঁ কাট্টি বাট্টি’, ‘জিদ্দি দিল মানে না’। নিজেকে ফিট রাখতে পছন্দ করতেন সিদ্ধান্ত। 

  • 10/10

সিদ্ধান্তের আসল নাম আনন্দ সূর্যবংশী। তবে নিজের নাম বদলে রেখেছিলেন সিদ্ধান্ত সূর্যবংশী। 

Advertisement
Advertisement