Top Entertainment News, Today 14th May: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
বিয়ের জল্পনা এখনও সত্যি হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে জুটির একসঙ্গে নানা মুহূর্তের ছবি। তবে সম্প্রতি ঐন্দ্রিলার একটি ছবি শেয়ার করে, তাঁকে নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন অঙ্কুশ।
১৩ মে মুক্তি পেল অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'। সত্যজিৎ রায় রূপে জিতু কমলের লুক সামনে আসতেই শিরোনামে আসেন অভিনেতা। ইতিমধ্যে বিভিন্ন মহলে দারুণ প্রশংসিত 'অপরাজিত'।
১৩ মে মুক্তি পেল অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'। সত্যজিৎ রায় রূপে জিতু কমলের লুক সামনে আসতেই শিরোনামে আসেন অভিনেতা। ছবিতে মুখ্য চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় অভিনয় করেছেন জিতু।
১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেল শিলাদিত্য মৌলিকের ছবি 'হৃদপিণ্ড'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। আর্যা, সোমক ও ঋকের প্রেমের গল্প 'হৃদপিণ্ড'।
জীবিত থাকলে আজ তাঁর বয়স হত ৯৯। তবে আজও তিনি বেঁচে আছেন বাঙালি মননে। প্রবাদপ্রতিম শিল্পীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে চমক দিলেন সৃজিত মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। মায়ের সঙ্গে জন্মদিন উদযাপন করতে চেয়েছিলেন অভিনেত্রী।
বলিউড ডিভাদের কড়া টক্কর দিচ্ছেন পাকিস্তানি সুন্দরী Hania Aamir, পরিচয় জানেন? কীভাবে তিনি সেনসেশনে পরিণত হয়েছেন!