Advertisement

মনোরঞ্জন

কালো মনোকিনিতে সিজলিং Avneet Kaur, নয়া লুকে ফ্য়ানেদের বুকে ঝড়

Aajtak Bangla
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 02 Jan 2022,
  • Updated 5:54 PM IST
  • 1/8

Avneet Kaur: আলাদিন খ্য়াত অভিনেত্রী এবং ইন্টারনেট সেনসেশন অবনীত কৌর নিজের ছবি দিয়ে ফের ঝড় তুলেছেন। তিনি সোশাল মিডিয়ায় এক বড়সড় নাম। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার রয়েছে ২৭ মিলিয়ন। ফলে তাঁর ছবিতে লাখ লাখ লাইখ পড়বে, এটা স্বাভাবিক। তাঁর রিলস এবং ছবিতে ছেয়ে থাকে সোশাল মিডিয়া। বলা যেতে পারে তিনি সব সময় চর্চায় থাকেন। 

আরও পড়ুন: গাড়িতে সেক্স? ট্রাই করে দেখতে পারেন এই ৫ পজিশন

  • 2/8

তরুণদের মধ্যে তিনি প্রবল জনপ্রিয়। তাঁর বেশ কিছু সিজলিং ছবি তিনি শেয়ার করেছেন। আর ফ্যানেদের হার্টবিট বাড়িয়ে দিয়েছেন। তিনি ব্ল্যাক মনোকিনি পরে রয়েছেন। 
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার মেনুতে 'হালাল মাংস' নিয়ে বিতর্ক, কী জিনিস সেটা?

  • 3/8

এই ছবিগুলো গোয়াতে তুলেছেন তিনি। মনকাড়া পোজ দিয়েছেন তিনি। নিউ ইয়ারের প্রথম দিনে তিনি এই ছবি তুলেছেন। বলা যেতে পারে নিউ ইয়ার গিফ্ট দিলেন তিনি। কালো মনোকিনিতে নিজের স্টানিং ছবি দিয়েছেন।

আরও পড়ুন: BJP-র বাম-দশা! ৪-এর মধ্য়ে ৩ আসনে জামানত খোয়াল পদ্ম

  • 4/8

অবনীত কৌর কালো মনোকিনি পরে রয়েছেন। চুল রয়েছে খোলা। আর ন্যুড মেক আপে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। 

আরও পড়ুন: মিছিলে BJP-র রূপা-অনিন্দ্য কেন? শতরূপকে তিরস্কার করল CPIM 
 

  • 5/8

নয়া লুকে মাত করে দিয়েছেন তিনি। কালো সানগ্লাস তাঁর লুক কমপ্লিট করেছে। 

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা
 

  • 6/8

ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার দিয়ে শুরু তাঁর কাজের জীবন। সেখানে অবনীত কৌরকে দেখা গিয়েছিল ডান্সার হিসেবে। তবে ওই রিয়ালিটি শো-র সেমিফাইনালের আগেই তিনি ছিটকে গিয়েছিলেন। 

আরও পড়ুন: হবু স্ত্রীর স্তন-কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, বিতর্ক তুঙ্গে 
 

  • 7/8

এরপর তিনি ডান্স কে সুপারস্টার্সে অংশ নেন। অবনীত ঝলক দিখলা জা-তে দর্শিল সাফারির সঙ্গেও অংশ নিয়েছেন। ডান্সিংয়ের পর তিনি লাইফ ওকে-তে যুক্ত হয়ে পড়েন। সেখানে তাঁর অভিনয়ে হাতেখড়ি। এরপর তো বেশ কয়েকটি সিরিয়ালে দেখা গিয়েছে। আর ধীরে ধীরে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন তিনি। 

 

  • 8/8

আলাদিন সিরিয়ালে তিনি জ্যাসমিনের ভূমিকায় অভিনয় করেছেন। সেই চরিত্র তাঁকে এক ধাক্কায় জনপ্রিয়তার চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছে।

 

Advertisement
Advertisement