বাংলা টেলি জগতে (Bengali Television) জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' (Mithai) দর্শকদের কতটা কাছের, তা সকলে ইতিমধ্যে জানেন। টিআরপি তালিকাতে (TRP Rating) গত প্রায় বাইশ সপ্তাহ ধরে শীর্ষেই থাকছে 'মিঠাই'। বাংলায় সকলের মন জয় করার পর, দক্ষিণী দর্শকদের মনোরঞ্জন করবে 'মিঠাই', এই খবর আগেই চাউর হয়েছিল। এবার এই মেগার মাথায় উঠতে চলেছে আরও এক নতুন পালক। ওড়িশার দর্শকদের মিষ্টিমুখ হতে চলেছে খুব শীঘ্রই।
ওড়িয়া ভাষায়, 'মিঠাই' ধারাবাহিকের নাম 'ঝিল্লি' (Jhilli)। যেখানে সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundoo) জায়গায় অভিনয় করছেন নিকিতা মিশ্র (Nikita Mishra) এবং আদৃত রায়ের (Adrit Roy) জায়গায় দেখা যাবে অভিনেতা অমর ছিনচানিকে (Amar Chhinchani)। সম্প্রচারিত প্রোমোতে দেখা যাচ্ছে, মিঠাইয়ের মতো ঝিলিও চলেছে মিষ্টি বিক্রি করতে তাঁর বিশেষ সাইকেল নিয়ে। এদিকে কোমরে আঁচল গোজা, চুলে বেণি, একেবারে সাধারণ লুক। তাড়াহুড়ো করতে গিয়ে সেও এসে এই মেগার 'সিদ্ধার্থ'-র পড়ে গাড়ির সামনে। খুব শীঘ্রই জি সার্থক চ্যানেলে শুরু হবে 'ঝিল্লি'।
আরও পড়ুন: নেগেটিভ চরিত্র দিয়ে শুরু পথ চলা! এখন সকলের প্রিয় 'মিঠাই'
'মিঠাই'-র তামিল রিমেক 'নিনাইথালে ইলিক্কুম' (Ninaithale Inikkum) দেখা যাচ্ছে জি তামিলে। এখানে সিদ্ধার্থ ওরফে আদৃত রায় চরিত্রে অভিনয় করছেন আনন্দ সেলভন (Anand Selvan)। এর আগে 'আয়ুথা এজহুথু', 'উড়িয়ে ২' -তে অভিনয় করেছিলেন তিনি। তবে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা চরিত্রে অভিনয় করছেন স্বাতী শর্মা (Swati Sharma)। গত ২৩ অগাস্ট থেকেই সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: 'ঝিলিক'-কে মনে আছে? বডি শেমিংয়ের শিকার হয়ে অভিনেত্রীর রূপান্তর দেখলে চমকে যাবেন!
'মিঠাই' -র সম্প্রচারিত পর্বে দেখানো হচ্ছে আদৃতকে প্রথমবার রাখি পরিয়েছে তাঁর বোনেরা। উপহার স্বরূপ তাঁরা চেয়েছে যাতে একমাসের চ্যালেঞ্জের পরও মিঠাই -সিড একসঙ্গে থাকেন। অর্থাৎ মিঠাইকে যেন স্ত্রী রূপে মেনে নেন সিড। এদিকে 'উচ্ছেবাবু'ও তাঁর 'তুফান মেইল'কে রক্ষা করেছেন দুষ্কৃতীদের হাত থেকে। এবার তাঁদের টক-ঝাল-মিষ্টি কি ধীরে ধীরে আরও মধুর হবে একমাসের চ্যালেঞ্জে থাকাকালীন? যা জানা যাবে আগামী পর্বগুলিতে...
আরও পড়ুন: 'বোনুয়া' -র বিশেষ সময়ে পাশে থাকছেন না মিমি! সম্পর্কে ছেদ?
প্রসঙ্গত, এর আগেও 'শ্রীময়ী', 'ইষ্টিকুটুম', 'কুসুম দোলা', 'ওগো বধূ সুন্দরী', 'বউ কথা কও', 'পটল কুমার গানওয়ালা', 'ভজ গোবিন্দ', 'সংসার সুখের হয় রমণীর গুণে', 'মা', 'ভুতু', 'খড়কুটো' -র মতো একাধিক জনপ্রিয় বাংলা মেগা সিরিয়ালের রিমেক হয়েছে অন্যান্য ভাষায়। তাই আশা করাই যায় 'উচ্ছেবাবু ও তাঁর তুফানমেইল'-র 'মিঠাই' বাঙালি দর্শকদের মতো অবাঙালি বা প্রবাসিদেরও মন ছুঁয়ে যাবে।