বর্তমান সময় নিজেদের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেওয়া একটা ট্রেন্ড। দেখে-শুনে বিয়ে হলেও ম্যাট্রিমনিয়াল সাইটের যুগে 'পাকা দেখা'-র চল কমেছে। এর মধ্যে অনেকেই ভোগেন 'ম্যারেজ ফোবিয়াতে'। চারিদিকে বিভিন্ন দম্পতির বিচ্ছেদ কিংবা কমিটমেন্টের ভয়, ইত্যাদি নানা কারণ রয়েছে এর পিছনে। তবে এই 'পাকা দেখা' (Paka Dekha)-কেই পরবর্তী ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী (Premendu Bikash Chaki)।
নতুন এই ছবির নাম 'পাকা দেখা'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee)। প্রথমবার একে অপরের বিপরীতে অভিনয় করবেন তাঁরা। তবে এর আগে একসঙ্গে কাজ করেছেন 'জয়কালী কলকত্তায়ালি' ছবিতে।
এছাড়াও ছবিতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায়, দীপঙ্কর রায় সহ আরও অনেক অভিনেতাদের। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলি এবং গল্প ও চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর লেখা। সোহম এন্টারটেইনমেন্ট ও সোনম মুভিসের ব্যানারে আসছে নতুন এই ছবি। ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।
অফিস পাড়ায় জয়ের সঙ্গে আলাপ হয় তিয়াশার। জয় ব্যাঙ্ক কর্মচারী হলেও ঘড়ির কাঁটায় বাঁধা, তাঁর দৈনন্দিন জীবন। আইটি সেক্টরে কাজ করে তিয়াশা। কাজের চাপে সময় মতো কোনও কিছুই সামাল দিয়ে উঠতে পারে না সে। এদিকে তিয়াশার বাবার ইচ্ছে জয় তাঁর জামাই হোক। সেই সূত্রে দুই পরিবারে পাকা দেখা এবং এই সংক্রান্ত নানা মজা ও ঘটনা ঘিরে এগোবে ছবির গল্প।
অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রেম টেম' ছবির মাধ্যমে টলি পাড়ায় সকলের নজর কাড়েন সুস্মিতা চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই 'খেলা যখন' (Khela Jokhon) ও 'জয়কালী কলকত্তায়ালি' (Jai Kali Kalkattawali ) -ছবির শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী। এদিকে সোহমের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'এই আমি রেণু'। মুক্তির অপেক্ষায় রয়েছে' ধর্মযুদ্ধ', 'হালুয়াম্যান', 'কলকাতার হ্যারি' -র মতো ছবিগুলি। এছাড়াও সাংসদীয় কাজের পাশাপাশি হাতে রয়েছে 'প্রতিঘাত', 'হিরকগড়ের হীরে' সহ বেশ কয়েকটি ছবি।