সোশ্যাল মিডিয়ায় পর্নগ্রাফি কনটেন্ট নিয়ে লাইভ স্ট্রিমিং। সেই অভিযোগে ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা ইন্দোনেশিয়ার।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। প্রচুর ফলোয়ার রয়েছেন তাঁর।
সম্প্রতি তিনি পর্নোগ্রাফি শুরু করে লাইভ স্ট্রিমিংয়ে। ম্যাঙ্গো অ্যাপ নামে একটি অ্যাপে এই লাইভ করতেন।
পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, অর্থ উপার্জনের সহজ রাস্তা খুঁজছিলেন তিনি। এই এতে বিপুল টাকা আসছিল তাঁর কাছে।
জানা গিয়েছে গত ৬ মাস ধরে ম্যাঙ্গো লাইভে স্ট্রিমিং করছিলেন ওই যুবতী। ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা আয় করেছেন তিনি।
পরে বেশ কয়েকজন পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। তারপরেই পুলিশ তদন্তে নামে।
পর্নোগ্রাফি এবং আইটি আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ওই যুবতীর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে, মহিলার সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড হতে পারে।
বর্তমানে করোনা জেরে সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিংয়ের প্রবণতা বাড়ছে। ততই দেখা যাচ্ছে, অশালীন কনটেন্টের রমরমা।
অভিযোগ, লাইভ স্ট্রিমিংয়ের আড়ালে পর্নোগ্রাফি কিংবা অশালীন ভিডিও দেখায় এমন বেশ কয়েকজন রয়েছেন। মোটা টাকা আয়ের লোভেই এই কাজ করেন তারা।