Advertisement

অপরাধ

ডেটিং অ্যাপে ফাঁদ! ১৬ জন যুবকের বাড়িতে চুরি করলে ধৃত তরুণী

Aajtak Bangla
  • 05 Feb 2021,
  • Updated 5:56 PM IST
  • 1/5

ভালো চাকরি, মোটা বেতন। খুব ভালো করেই দিনগুলো কাটাচ্ছিলেন পুনের বাসিন্দা সায়নী কালে। কিন্তু লকডাউনের জেরে কাজ হারিয়ে ফেলেন তিনি। এরপরেই দিন গুজরান করতে গিয়ে চরম সমস্যায় পড়েন তিনি। অভিযোগ, অর্থ উপার্জনের জন্য ভুল পথ বেছেছিলেন তিনি। আর জেরে এখন শ্রীঘরে দিন কাটাচ্ছেন সায়নী। 
 

  • 2/5

অভিযোগ, সায়নী প্রেমের জালে ফাঁসিয়ে অন্তত ১৬ জন যুবকের সঙ্গে প্রতারণা করেছেন।  ডেটিং অ্যাপের মাধ্যমে এই কারবার চালাত সে। সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে আশিস কুমার নামে এক যুবক। সে জানায়, সায়নীর সঙ্গে আলাপ হওয়ার পরে তাকে পুনতে ডেক নিয়ে আসা হয়েছিল। সেখানে একটি হোটেলে নিয়ে গিয়ে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে অজ্ঞান করা হয়। তারপর আশিসের সঙ্গে থাকা সমস্ত মূলব্যন সামগ্রী চুরি করে নেওয়া হয়।

  • 3/5

পুলিশ জানিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে সায়নী নামে ওই যুবতীকে গ্রেফতার করা হয়েছে। ডেটিং অ্যাপের মাধ্যমে যুবকদের সঙ্গে প্রতারণা করত সে।  অভিযোগ, যুবকদের নানা আছিলায় বাড়িতে ডেকে কিংবা তাদের বাড়িতে গিয়ে অজ্ঞান করে মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিত। 

  • 4/5

এখনও পর্যন্ত সায়নীর বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ
 

  • 5/5

এখন পর্যন্ত ১৫,২৫,২০০ টাকার গয়না ও মূল্যবান সামগ্রী সায়নীর কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই ১৬ জন বাদেও সায়নী শিকার আর কেউ হয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Advertisement
Advertisement