বিহারের আররিয়ায় একটি ভুয়ো ফেসবুক আইডি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার বড় ঘটনা সামনে এসেছে। এই ভাইরাল ভিডিওটিতে একটি বেসরকারি স্কুলের, যেখানে শুধু একটি ছাত্রীই যৌন নিপীড়নের শিকার হয়নি বরং তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। প্রতীকী ছবি
স্কুল অপারেটর সেই মেয়েটিকে স্কুল থেকে বের করে দিয়েছেন। অন্যদিকে মেয়েটির পরিবারের সদস্যরা ৩ টি ভুয়ো ফেসবুক আইডি এবং ৫ জন যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। প্রতীকী ছবি
পুরো পরিবার হতাশায় ভুগছে
এফআইআর -এ বলা হয়েছে যে সোশ্যাল সাইটে একটি অশ্লীল ভিডিও ভাইরাল করে তাদের মেয়ের মানহানি করা হচ্ছে, যার কারণে পুরো পরিবার ডিপ্রেশনে রয়েছে। যে কোন সময় মেয়েটি আত্মহত্যা করতে পারে। প্রতীকী ছবি
একই সময়ে, স্কুলের পরিচালকরাও এই পুরো বিষয়ে এগিয়ে আসছেন না। একই ভাবে যে নির্যাতিতা এফআইআর দায়ের করেছেন তিনিও এগিয়ে আসছেন না। প্রতীকী ছবি
এই পুরো বিষয়ে অভিযান চালানো হচ্ছে
আরারিয়া এসডিওপি পুষ্কর কুমার অবশ্য বলেন যে একটি মামলা দায়ের করে অশ্লীল ভিডিও ভাইরাল করা অভিযুক্তদদের এবং ভুয়া ফেসবুক অপারেটরদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে । বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বৈরাগাছি OP স্টেশনের প্রধান মানেকা রানী মেয়েটির বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন। প্রতীকী ছবি