টাকার জন্য নিজের প্রেমিকাকে হত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যাচ্ছে, ওই তরুণী যথেষ্টই ধনী ছিলেন এবং তাঁর অ্যাকাউন্টে প্রচুর টাকা ছিল। খুনের পর প্রেমিকার ক্রেডিট কার্ড, এটিএম সহ অন্যান্য সামগ্রী চুরির অভিযোগও উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। বর্তমানে আদালতে মামলার শুনানি চলছে। (অ্যানা রিডের ছবি)
দ্য সান-এর রিপোর্টে জানা গিয়েছে ব্রিটিশ তরুণী অ্যানা রিডের দেহ উদ্ধার হয় সুইৎজারল্যান্ডের একটি হোটেলের ঘর থেকে। হোটেলে নিজের জার্মান প্রেমিক মার্ক শেজলের সঙ্গে ছিলেন ওই তরুণী। শেজল পেশায় একজন বাউন্সার। যদিও আদালতে শেজল দাবি করেছে এনার মৃত্যু 'সেক্স গেম' অর্থাৎ শারীরিক সম্পর্ক চালাকালীন হয়েছিল। (প্রতীকী ছবি)
এদিকে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, গলা টিপে হত্যা করা হয়েছে অ্যানাকে। তাছাড়া দেহে ছোট চোট আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছ। অ্যানার সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকাকালীনই শেজল তাঁকে শ্বাসরোধ করে খুন করে বলে জানা যাচ্ছে। (প্রতীকী ছবি)
জানা যাচ্ছে, বাজারে ৪০ লক্ষ টাকারও বেশি দেনা রয়েছে শেজলের। যখন সে জানতে পারে যে তার প্রেমিকার কাছে ২৫ লক্ষরও বেশি টাকা রয়েছে তখন সে তা হাতানোর ছক কষে। সে অ্যানাকে খুন করে এবং শারীরিক সম্পর্কের সময় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করতে থাকে। ২০১৯ সালের এই মামলার রায় হয়ত খুব শীঘ্রই দিতে পারে আদালত। (প্রতীকী ছবি)
শুনানি চলাকালীন, ঘটনার সময় হোটেলে অ্যানা ও শেজলের পাশের ঘরে থাকা মানুষজন জানান, সেই রাতে তাদের ঘর থেকে ঝগড়া ও মারমারির শব্দ পাওয়া যাচ্ছিল। বাসন বা কাঁচ ভাঙার শব্দও পেয়েছিলেন তাঁরা। (প্রতীকী ছবি)