গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি কল সেন্টারের (Illegal Call Center) পর্দাফাঁস করল তপসিয়া থানার পুলিশ (Topsia Police Station)।
জানা গিয়েছে সোমবার রাত ৮টা ২০ নাগাদ ৭সি/১বি মহেন্দ্র রায় লেনে ওই বেআইনি কল সেন্টারে অভিযান চালান পুলিশ কর্মীরা।
সেইসময় সেখানে কাজ করছিল ৫ যুবক। তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় হয় তাদের ল্যাপটপ ও মোবাইলগুলি।
জেরায় ধৃতেরা নিজেদের অপরাধ কবুল করেছে বলে দাবি পুলিশর। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই কলসেন্টার থেকে ইন্টারনেটের মাধ্যমে আমেরিকার ফোন করা হত।
নিজেদের সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস সংস্থার আধিকারিক বলে পরিচয় দিত ধৃতরা। এরপর তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ডলারে অর্থ নেওয়া হত। এভাবেই চলছিল প্রতারণা চক্র।
এই চক্রে আরও কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ জারি রেখেছেন তদন্তকারীরা। একইসঙ্গে তাদের ল্যাপটপ ও ফোনগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।