Advertisement

অপরাধ

পড়শি মহিলার বাথরুমে ক্যামেরা বসাল যুবক! তারপরে যা হল

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Aug 2021,
  • Updated 7:03 PM IST
  • 1/7

শৌচাগারে প্রবেশ করতেই  অবাক হয়ে যান মহিলা। কারণ, শৌচাগারের মধ্যে নীল রংয়ের একটা আলো জ্বলছে। কিছুটা ঘাবড়ে গিয়ে তিনি খবর দেন নিজের স্বামীকে। (ছবি প্রতীকী)

  • 2/7

ওই মহিলার স্বামী শৌচাগার ঢুকে সবকিছু দেখতে থাকেন। তখন নীল আলোর ধরে টানতেই একটি লুকানো ক্যামেরা হাতে এসে পড়ে। (ছবি প্রতীকী)

  • 3/7

এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। তামিলনাড়ুর তানজাভুর এলাকার ঘটনা এটি। পুলিশ ক্যামেরাটি নিয়ে তদন্ত শুরু করে। (ছবি- আজ তক)

  • 4/7

তদন্তে পুলিশ জানতে পারে, এই কাজ করেছে এলাকার বাসিন্দা নাসির আহমেদ নামে এক যুবক। (ছবি প্রতীকী)

  • 5/7

জানা গিয়েছে, নাসির নিজেই এক প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে। কেউ না থাকার সুযোগ নিয়ে ওই বাড়িতে ক্যামেরা লাগিয়েছিল সে।  (ছবি প্রতীকী)

  • 6/7

কিন্তু সেই ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়। ফলে নীল আলো জ্বলত থাকতে। তখনই ওই মহিলা শৌচাগারে প্রবেশ করে।  (ছবি প্রতীকী)

  • 7/7

ওই পরিবারের অভিযোগ, নাসির এর আগেও ছাদ থেকে শৌচাগারে উঁকি মারার চেষ্টা করেছিল। তখন তাকে সাবধান করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তার কড়া শাস্তি চাইছেন তাঁরা। (ছবি প্রতীকী)
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement