Advertisement

অপরাধ

PHOTOS : গুড়াপে নাবালিকা অপরহণ-ধর্ষণ, ১১ বছর পর সাজা

ভোলানাথ সাহা
  • গুড়াপ,
  • 29 Jul 2021,
  • Updated 5:43 PM IST
  • 1/11

এক নাবালিকা অপহরণের ঘটনায় শাস্তি ঘোষণা করল আদালত। সেটি ১১ বছরের পুরনো মামলা। বুধবার হুগলির চুঁচুড়া অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই সাজা ঘোষণা করল।

  • 2/11

ওই ঘটনায় একবার জামিনও পেয়েছিল সে। তবে পরে ফের তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির নাম সুজিত হালদার। বাড়ি বীরভূমে।

  • 3/11

তবে কাজের সূত্রে হুগলির গুড়াপ এলাকায় তার আনাগোনা ছিল। আর তখনই ওই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তখন তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছিল।

  • 4/11

পুলিস এবং আদালত সূত্রে খবর, ২০১০ সালে নাবালিকাকে অপহরণের ঘটনা ঘটেছিল। সেই মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। ঘটনাটি হুগলির গুড়াপ থানা এলাকার চেরা গ্রামের।

  • 5/11

সেটা ২০১০ সালের ৬ অক্টোবরের ঘটনা। গুড়াপের চেরা গ্রামের এক নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের হয়। 

  • 6/11

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ সুজিত হালদার নামে একজনকে গ্রেফতার করে। সুজিত আদতে বীরভূমের বাসিন্দা। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আর সেই সূত্রে সুজিত সে সময় গুড়াপে আনাগোনা ছিল।

  • 7/11

ওই ঘটনায় গ্রেফতারের পর একবার সুজিতের জামিনও হয়। কিন্তু শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর সুজিত অন্যত্র গা ঢাকা দেয় বলে অভিযোগ উঠেছিল। 

  • 8/11

পরে এই মামলাতেই পুলিশ ফের সুজিতকে গ্রেফতার করে। তারপর থেকে চুঁচুড়া আদালতে অপহরণ ও পকসো আইনে সুজিতের বিচার চলতে থাকে।

  • 9/11

এই মামলায় সরকার পক্ষের আইনজীবি জয়ন্ত সাহা বলেন,  ৩৬৩ ও ৩৭৬ ধারায় সুজিতকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার চুঁচুড়া অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক কাজি আবুল হাশেম সুজিতের সাজা ঘোষণা করেছেন।

  • 10/11

কোন কোন ধারায় তাকে সাজা ঘোষণা করা হয়েছে, সে ব্যাপারে জনান তিনি। ৩৭৬ ধারায় ৭ বছরের জেল, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের জেল এবং ৩৬৩ ধারায় ৪ বছরের জেল, ১০টাকার টাকা জরিমানা, অনাদায়ে ১বছরের জেলের নির্দেশ দেন।

  • 11/11

সব ক'টি সাজাই একসঙ্গে চলবে বলে জানান আইনজীবী জয়ন্ত সাহা।

Advertisement
Advertisement