Advertisement

পশ্চিমবঙ্গ

হার্ডওয়ারের দোকানে তারপিন তেল বলে যা মিলছে, তা আসলে কেরোসিন !

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 29 Jul 2021,
  • Updated 7:29 PM IST
নকল তারপিন তেলের কারখানা
  • 1/10

শিলিগুড়িতে ১০ বছর ধরে পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবাধে চলছিল ভেজাল তারপিন তেলের রমরমা কারবার। অথবা পুলিশ জেনেও কিছু করেনি। 

  • 2/10

অবশেষে দশ বছর ধরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে ভেজাল কারবারের পর্দা ফাঁস করা হল।

  • 3/10

ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ। একই সঙ্গে পুলিশের এই অভিযানে উদ্ধার হয় প্রায় ১ হাজার লিটার ভেজাল তারপিন তেল।

  • 4/10

শিলিগুড়িকে কেন্দ্র করে ভেজাল কারবারের অভিযোগ মাঝেমধ্যে আসছিল এবং মাঝে মধ্যে পুলিশের অভিযানে এই ভেজাল চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ।

  • 5/10

একইভাবে শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্যাচক্র কলোনিতে দীর্ঘদিন ধরে চলছিল ভেজাল তারপিন তেল তৈরির রমরমা কারবার।

  • 6/10

পুলিশের এই অভিযানে ভেজাল তারপিন তেল সহ তিন জনকে আটক করা হয় । জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানা যৌথ অভিযান চালায়।

  • 7/10

পাশাপাশি পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল তারপিন তেল এবং বেশ কয়েক ব্যারেল কেরোসিন তেল উদ্ধার করে পুলিশ।

  • 8/10

জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে ওই কারখানায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভেজাল তারপিন তেলের ব্যবসা চলছে।

  • 9/10

পুলিশের ধারণা কেরোসিন তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে শহরে বানানো হচ্ছিল ভেজাল তারপিন তেল। এরপর সেই তেল বোতলে ভরে ভুয়ো স্টিকার লাগিয়ে দিয়ে পৌঁছে দেওয়া হতো রঙ, হার্ডওয়ারের দোকানে।

  • 10/10

ঘটনায় শিবজি মাহাতো নামে এক ব্যক্তি জানান, বাজার দরের থেকে কম দামে এই তেল তারপিন বলে দোকানে বিক্রি করা হতো। তেল ছাড়াও বাড়িটি থেকে প্রচুর খালি বোতল, স্টিকার, তেল মজুতের ড্রাম সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে ভক্তিনগর থানা। তবে এই ভেজাল চক্রে বড় কোনও মাথা রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।

Advertisement
Advertisement