জাল নোটের বড়সড় চক্রের হদিশ পেল আয়কর দফতর। দিল্লি, হারিয়ানা, পঞ্জাব,গোয়া-সহ মোট ৪২টি জায়গায় এদিন হানা দেয় আয়কর দফতর। ছবি- গেটিইমেসেজ/ইন্ডিয়া টুডে
২.৮৯ কোটি টাকার গয়না ও নগদ ২,৩৭ কোটি টাকা উদ্ধার হয়েছে ১৭ টি লকার থেকে। সব মিলিয়ে মোট বাজেয়াপ্ত করা হয়েছে ৫০০ কোটি টাকা। ছবি- গেটিইমেসেজ/ইন্ডিয়া টুডে
ভুয়ো কোম্পানি খুলে জালিয়াতি করা হত। ডেটা অপারেটর থেকে অফিসের স্টাফ সমস্ত কিছুই জালিয়াতি চক্রের সঙ্গে যোগসাজেশ রাখত। ছবি- গেটিইমেসেজ/ইন্ডিয়া টুডে
এখনও পর্যন্ত কতজন এই মামলায় গ্রেফতার করা হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। ছবি- গেটিইমেসেজ/ইন্ডিয়া টুডে
এই ভুয়ো চক্রে জড়িত প্রায় প্রত্যেক সুবিধাভোগীর রিয়েল স্টেট ব্যবসা রয়েছে। জাল নোট চক্র থেকে লাভের টাকা রিয়েল স্টেট ব্যবসায় বিনিয়োগ করত তারা। ছবি- গেটিইমেসেজ/ইন্ডিয়া টুডে