প্রতিবন্ধী স্ত্রীকে সাপের ছোবল দিয়ে খুন। আর সেই মামলায় দোষী সাব্যস্ত কেরলের এক যুবক।
ঘটনা ২০২০ সালের। অভিযুক্ত সুরজ বাজার থেকে দুটো বিষধর কেউটে নিয়ে আসে। (সব ছবি প্রতীকী)
পরে রাতে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় সে। তখনই স্ত্রীয়ের ঘরে দুটি সাপ ছেড়ে দেয়।
সাপের ছোবলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই মহিলার। কিন্তু পুলিশের প্রথম থেকেই বিষয়টি নিয়ে সন্দেহ ছিল।
পরে সুরজকে জেরা করতে থাকেন তদন্তকারীরা। তখনই বেরিয়ে আসে আসল সত্য।
পুলিশ জানিয়েছে, অপরাধের পেছনে আসল উদ্দেশ্য ছিল টাকা। যদিও সুরজ যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা এবং সোনা পেয়েছিল।
কিন্তু, আরও টাকা পেতে চেয়েছিল সে এবং আরও ভাল সঙ্গী খোঁজ করছিল।
যে সাপুড়ের কাছ থেকে সাপগুলি কেনা হয়েছে, তাকেও ধরে নিয়ে আসে পুলিশ।
জেরার পরে সেই সাপুড়ে রাজসাক্ষী হয়ে যায়। ফলে আদালতে সেই সাপুড়ের বয়ানও গুরুত্বপূর্ণ হয়।
সব দিক খতিয়ে দেখে অভিযুক্ত সুরজকে দোষী সাব্যস্ত করে আদালত।