Advertisement

অপরাধ

বর্ধমানের পিচকুরি গ্রামে উদ্ধার প্রচুর তাজা বোমা, এলাকায় উত্তেজনা

সুজাতা মেহরা
  • বর্ধমান,
  • 07 May 2021,
  • Updated 4:42 PM IST
উদ্ধার তাজা বোমা
  • 1/6

গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার পিচকুড়ি গ্রামের একটি ডোবা থেকে ২২টি তাজা বোমা উদ্ধার করল আউশগ্রাম থানার পুলিশ। 

  • 2/6

গ্রামে একটি চাষের জমির পাশের ক্যানাল থেকে উদ্ধার করা হয় বোমাগুলিকে।

  • 3/6

পুলিশের প্রথমিক ধারণা ভোট পরবর্তী হিংসা ছড়ানোর উদ্দেশেই বোমাগুলি সেখানে মজুত করা হয়েছিল। যদিও,পুলিশি তল্লাশির ভয়ে অবশেষে সেই মজুত করা বোমাগুলি ওভাবে ফেলে দেওয়া হয়েছে।

  • 4/6

ক্যানাল গ্রীষ্মের দাবদাহে জলশূন্য ছিল। কিন্তু কদিনের কালবৈশাখীর বৃষ্টিতে অল্প জল জমে যায় সেখানে। তাতেই ঢাকা পড়ে যায় বোমাগুলি। 

  • 5/6

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে খবর আসে পিচকুরি গ্রামে ক্যানালের মধ্যে বেশ কয়েকটি বোমা পড়ে রয়েছে। খবর পেয়েই সেখানে যায় পুলিশ।

  • 6/6

সেখানে গিয়ে বোমগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কোনও রকম অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে  ঘটনাস্থলে। বোমাগুলিকে নিস্ক্রিয় করার জন্য সিআইডি বোম স্কোয়াড যায়।

Advertisement
Advertisement