Advertisement

অপরাধ

নৃশংস! ধর্ষণে বাধা পেয়ে মহিলার কান চিবিয়ে নিল ধর্ষক

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Sep 2021,
  • Updated 8:36 PM IST
  • 1/7

ধর্ষণে বাধা পেয়ে মহিলার উপর অকথ্য অত্যাচার চালাল ধর্ষক। অভিযোগ, মহিলার কান কামড়ে ছিড়ে নেওয়া হয়। ঘটনা উত্তরপ্রদেশের চিত্রকুট জেলায়।

  • 2/7

জানা গিয়েছে, নির্যাতিতা একজন বিধবা। অশোক প্যাটেল নামে এক যুবক মাঝেমধ্যেই অশালীন মেসেজ করতেন তাকে। কিন্তু ওই যুবককে এড়িয়ে চলতেন মহিলা। 

  • 3/7

মহিলার অভিযোগ, ওই যুবক মাঝেমধ্যেই তাকে ফোন করে বিরক্ত করত। ঘটনার দিন রাতে মহিলা বাড়িতে একাই ছিলেন।
 

  • 4/7

সেই সময়ে আচমকা জোর করে বাড়িতে প্রবেশ করে অশোক। মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মহিলা বাধা দেওয়ায় তার কান কামড়ে ছিঁড়ে নেয় অশোক।

  • 5/7

এখানেই থামেনি। মহিলার অভিযোগ, তারপরে পাথর দিয়ে মারা হয়। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা চলে আসেন। তাঁরাই পুলিশে খবর দেন।

  • 6/7

মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কিন্তু ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। তার খোঁজ শুরু করেছে পুলিশ। 

  • 7/7

যদিও পুলিশের দাবি, ওই মহিলার সঙ্গে যুবকের অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। ঘটনার দিন একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। সেখান থেকে এই কাণ্ড ঘটায় যুবক।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement