Advertisement

অপরাধ

নাবালিকাকে নিয়ে রমরমিয়ে দেহব্যবসা! নবদ্বীপে সেক্স ব়্যাকেটের পর্দাফাঁস

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • নবদ্বীপ,
  • 14 Sep 2021,
  • Updated 8:49 PM IST
মধুচক্রের আসরের
  • 1/6

মধুচক্রের আসরের পর্দা ফাঁস করল নবদ্বীপ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ।

  • 2/6

মধুচক্রের আসরে হানা দিয়ে এক নাবালিকা সহ দুই ব্যক্তি কে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে নদীয়ার নবদ্বীপ থানার মায়াপুরে। 

  • 3/6

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এই দিন নাকাশিপাড়া জোনের সার্কেল ইন্সপেক্টরের নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশের একটি টিম মায়াপুরে একটি বেসরকারি লজে হানা দিয়ে অপ্রীতিকর অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
 

  • 4/6

পাশাপাশি আনুমানিক সতেরো বছর বয়সী এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম, মফিজুল সেখ,বয়স আঠাশ বছর ও দীপক নস্কর বয়স তেপান্ত বছর। 

  • 5/6

মফিজুলের বাড়ি কালীগঞ্জ থানার গোহারাপোঁতা পূর্ব পাড়া এলাকায়।ও  দীপক নস্কর বসবাস করেন দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর থানার টেংরা বেরিয়া গ্রামে। 
 

  • 6/6

মঙ্গলবার দুপুরে ভারতীয় দণ্ডবিধির তিন,চার,পাঁচ, সাত আট ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট ১৯৫৬, রিড উইত সেভেনটিন এন্ড ফোর পকসো অ্যাক্টে মামলা রুজু করে ধৃত দুই ব্যক্তিকে আদালতে পেশ করে পুলিশ।
 

Advertisement
Advertisement