Advertisement

অপরাধ

পুজোর মুখে সীমান্তে বোমা তৈরির সামগ্রী উদ্ধার, কালিয়াচকে চাঞ্চল্য

মিল্টন পাল
  • মালদা,
  • 03 Oct 2021,
  • Updated 2:08 PM IST
  • 1/7

মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে বোমা তৈরির মশলা, কৌটো, পাইপগান সহ একজনকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার সীমান্ত লাগোয়া এলাকা চরবাবুপুর এলাকায়। সামান্ত এলাকায় এই ধরনের কারোবার কি জন্য গড়ে তুলেছিল তার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। 

 

  • 2/7

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতর নাম চান্দু শেখ (৪২)। বাড়ি মালদার ভারত বাংলাদেশ সীমান্তের চর বাবুপুর এলাকায়। কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধৃত চান্দু শেখের বাড়িতে অভিযান চালায়।তার বাড়ি থেকে ১৯০০ গ্রাম বোমা তৈরির মশলা, ৪০টি কৌটো,একটি  পাইপ গান ও কার্তুজ উদ্ধার করে।

  • 3/7

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ধৃত ব্যাক্তি দীর্ঘদিন থেকে বাড়িতেই বোমা তৈরি ও আগ্নেয়াস্ত্র কারবার চালাতো। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

  • 4/7

উল্লেখ্য,মালদার কালিয়াচক এক সময় দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছিল। ফলে স্বাভাবিক ভাবেই ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালিয়াচকে বোমা, বারুদ, আগ্নেয়াস্ত্র, জাল নোট, ফেন্সিডিল ও আফিমের স্বর্গ রাজ্যে পরিণত হয়।

  • 5/7

এক সময় দুষ্কৃতী তান্ডবে কালিয়াচক থানাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিছুটা দৌরাত্ম্য কমেছিল। এই কালিয়াচক থেকে আগ্নেয়াস্ত্র কারখানা ও বিহারের অস্ত্র কারবারীরা এখানে গ্রেফতার হয়।

  • 6/7

ফের এই ধরনের বোমা তৈরির মশলা ও পিস্তল উদ্ধারের ঘটনা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। তবে এবার সীমান্ত লাগোয়া এলাকায় এই দাপটে সতর্ক পুলিশ।

 

  • 7/7

তবে কি কারণে ধৃত ব্যাক্তি বোমা তৈরির মশলা কৌটো, পিস্তল মজুত করেছিল বা এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ধৃত হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তারও তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement