বাকি আর মাত্র ৭৯ বছর। অর্থাৎ, ২১০০ সাল নাগাদ ভারতের প্রায় ১২টি শহর প্রায় ৩ ফিট জলের তলায় চলে যাবে বলে মনে করছে গবেষণা। সেখানে বলা হয়েছে, যেভাবে বিশ্ব উষ্ণায়ণ বেড়েই চলেছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে সমুদ্রের জলস্তর এতোটাই বেড়ে যাবে যে ভারতের বহু শহরই জলায় তলায় চলে যাবে। রাষ্ট্রসংঘের তরফে সম্প্রতি IPCC-র একটি রিপোর্ট পেশ করে জানানো হয়েছে, ২০০৮ সালে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে যে তথ্য দিয়েছিলেন, তার থেকে ঢের বেশি দ্রুত হারে ধেয়ে আসছে বিপদ। যেখানে ১৯০১ থেকে ১৯৭১ পর্যন্ত ১.৩ মিমি করে বাড়ছিল সমুদ্রের জলস্তর, সেখানে গত ১১ বছরে তা বেড়ে হয়েছে ৩.৭ মিমি। ফলে গড়ে তা ০.২ মিমি করে বাড়ছে। অতয়েব বলা যেতেই পারে আগামী ৫০ থেকে ৬০ বছরের মধ্যেই পৃথিবীর জলস্তর ভয়ঙ্কর ভাবে বেড়ে যাবে। সেই সঙ্গে ভারতের বহু শহরেও বিপদের আশঙ্কা বাড়ছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA) সি লেভেল প্রোজেকশন টুল (Sea Level Projection Tool) তৈরি করেছে যা IPCC-র রিপোর্টের ভিত্তিতে কাজ করে। সেখানে বলা হয়েছে, দ্রত যদি পৃথিবীজুড়ে দূষণ না কমানো যায়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই ভূৃপৃষ্ঠের তাপমাত্রা প্রায় সাড়ে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। সাধারণ ভাবে তাপমাত্রা বাড়লে বফর গলতে শুরু করবে। আর সেই জল সমুদ্রের মাধ্যমে বসতি এলাকায় ঢুকে ধংস করতে পারে সব।
প্রত্যেক ৫ থেকে ৭ বছর পর পর পরিবেশে ওপর দূষণের কতোটা প্রভাব পড়ল তা নিয়ে একটি রিপোর্ট তৈরি করে IPCC। এবার সেই রিপোর্টকে হাতিয়ার করে নাসা তাদের প্রোজেকশন টুলটি তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর কোন কোন এলাকায় কতটা জলস্তর বাড়তে পারে তার একটি রিপোর্ট। বিশেষ করে ওই রিপোর্টে বলা হয়েছে, যে শহরগুলির সামনেই সমুদ্র রয়েছে সেখানে বিপদের আশঙ্কা সবার আগে।
ভারতের যে ১২টি শহর রয়েছে তার মধ্যে অন্যতম বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে গুজরাতের কচ্ছ উপকূল, ভাবনগর সহ পশ্চিমের একাধিক শহর। সেখানে আনুমানিক ২.৬৯ ফিট উচ্চতা পর্যন্ত জলস্তর বেড়ে যেতে পারে। জলের তলায় চলে যেকে পারে গোটা শহরগুলি। গত বছর বর্ষার সময় এখানে জলস্তর ৩.৫৪ ইঞ্চি পর্যন্ত বেড়ে গিয়েছিল।
এরপরে যে শহরগুলিতে বিপদের সংকেত দেওয়া হয়েছে তা হল, ওখা(১.৯৬ফিট), তুতিকোরিন(১.৯৩ফিট), পারাদ্বীপ(১.৯৩ফিট), মুম্বই(১.৯০ফিট), ম্যাঙ্গালোর(১.৮৭ফিট), চেন্নাই(১.৮৭ফিট), ভাইজ়াগ(১.৭৭ফিট)। এছাড়াও, গত বছর পর্যন্ত পশ্চিমবঙ্গে যে এলাকাগুলিতে জলস্তর বৃদ্ধির কোনও সংকেত ছিল না, সেখানেও ক্রমেই বিপদের আশঙ্কা বাড়ছে। বাড়ছে জলস্তরও।
এই ১২ শহরের মধ্যে কোন কোন এলাকাতে আগামী ১০-১২ বছরের মধ্যে জলস্তরের পরিমাণ কতটা বাড়তে পারে তারও একটা রিপোর্ট দেওয়া হয়েছে এই তালিকায়। সেখানে বলা হয়েছে কান্ডলা, ওখা এবং মরমুগাঁওতে জলস্তর ৩.৫৪ ইঞ্চি থেকে ৬.২৩ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে।
আগামী ২০ বছরে পৃথিবীর তামমাত্রা নিশ্চিত ভাবে ১.৫ ডিগ্রি বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলেই এই পরিস্থিতি হতে চলেছে বলে ধারণা। IPCC-র নতুন রিপোর্টে বলা হয়েছে, ১৯৫টি দেশের ওপর করা গবেষণায় দেখা গেছে আগে ৫০ বছরে একবার পৃথিবীর বুকে যে তাপপ্রবাহ দেখা যেত, তা এখন প্রতি ১০ বছরেই আসছে। এর থেকেই বোঝা যাচ্ছে, যে বিশ্বের গড় তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে।
IPCC-র রিপোর্টে আরও বলা হচ্ছে, গত ৪০ বছরে যেভাবে বিশ্বে উষ্ণায়নের মাত্রা বেড়েছে, তেমন ১৮৫০ সালের পর থেকে সেভাবে কখনও দেখা যায়নি।