Advertisement

দেশ

Kaziranga National Park : কাজিরাঙায় একসঙ্গে সোনালি বাঘ-গন্ডার, ক্যামেরাবন্দি বিরল দৃশ্য

Aajtak Bangla
  • অসম,
  • 12 May 2022,
  • Updated 8:31 AM IST
  • 1/5

এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান (Kaziranga National Park)। এবার সেখানে তারই সঙ্গে দেখা গেল সোনালি বাঘ। (সোনালী বাঘ)

  • 2/5

বিরল এই দৃশ্যটি ক্যামেরায বন্দী করেছেন বেঙ্গালুরুর এক পর্যটক। ভিডিওতে বুনো মহিষ ও হরিণও দেখা গিয়েছে। (ফাইল ছবি)

  • 3/5

বাঘটিকে যিনি ধরেছিলেন সেই বিশ্বজিৎ ছেত্রী জানাচ্ছেন, শিকার ব্যতীত সাধারণত রয়্যাল বেঙ্গর টাইগার ও গন্ডারকে একসঙ্গে দেখা যায় না। (ফাইল ছবি)
 

  • 4/5

২০১৮ সালে অসমে বাঘের (Tiger) সংখ্যা ছিল ১৫৯। ২০২১ সালে তা বেড়ে হয় ২০০। বর্তমানে কাজিরাঙায় রয়েছে ১২১টি, মানসে রয়েছে ৪৮টি, ওরাংয়ে রয়েছে ২৮টি ও নামেরিতে রয়েছে ৩টি। (ফাইল ছবি)

  • 5/5

অন্যদিকে এই এক শৃঙ্গ গন্ডারও (One Horn Rhino) পাওয়া যায় শুধু মাত্র কাজিরাঙাতেই। বছর বছর এই গন্ডার দেখার আশায় পর্যটকরা ছুটে যান অসমে। (এক শৃঙ্গ গন্ডার)

আরও পড়ুন - 'রাতে ঘুম হয় না', প্রধানমন্ত্রীর কাছে বিয়ের আবেদন আড়াই ফুটের যুবকের

Advertisement
Advertisement