এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান (Kaziranga National Park)। এবার সেখানে তারই সঙ্গে দেখা গেল সোনালি বাঘ। (সোনালী বাঘ)
বিরল এই দৃশ্যটি ক্যামেরায বন্দী করেছেন বেঙ্গালুরুর এক পর্যটক। ভিডিওতে বুনো মহিষ ও হরিণও দেখা গিয়েছে। (ফাইল ছবি)
বাঘটিকে যিনি ধরেছিলেন সেই বিশ্বজিৎ ছেত্রী জানাচ্ছেন, শিকার ব্যতীত সাধারণত রয়্যাল বেঙ্গর টাইগার ও গন্ডারকে একসঙ্গে দেখা যায় না। (ফাইল ছবি)
২০১৮ সালে অসমে বাঘের (Tiger) সংখ্যা ছিল ১৫৯। ২০২১ সালে তা বেড়ে হয় ২০০। বর্তমানে কাজিরাঙায় রয়েছে ১২১টি, মানসে রয়েছে ৪৮টি, ওরাংয়ে রয়েছে ২৮টি ও নামেরিতে রয়েছে ৩টি। (ফাইল ছবি)
অন্যদিকে এই এক শৃঙ্গ গন্ডারও (One Horn Rhino) পাওয়া যায় শুধু মাত্র কাজিরাঙাতেই। বছর বছর এই গন্ডার দেখার আশায় পর্যটকরা ছুটে যান অসমে। (এক শৃঙ্গ গন্ডার)
আরও পড়ুন - 'রাতে ঘুম হয় না', প্রধানমন্ত্রীর কাছে বিয়ের আবেদন আড়াই ফুটের যুবকের