নিজামের শহর হায়দরবাদে গত ১০০ বছরে অক্টোবর মাসে রেকর্ড বৃষ্টিপাত দেখা গিয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে। মঙ্গলবার পর্যন্ত ১৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে হায়দরাবাদে। যা গত ১০০ বছরে রেকর্ড বৃষ্টিপাত। এর আগে ১৯০৩ সালে হায়দরাবাদে রেকর্ড বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৭.১ মিলিমিটার।
গভীর নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জনজীবন। দুই রাজ্যেরই বিভিন্ন এলাকায় জল জমেছে। তেলেঙ্গানায় বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮।
দিন তিনেক ধরে প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হায়দরাবাদের জনজীবন। গত দু’দিনে সেখানকার রাস্তাঘাটের পরিস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে । শহরের বিভিন্ন প্রান্তে ভেসে যাচ্ছে গাড়়ি। নামাতে হয়েছে বোট।
মঙ্গলবার মধ্যরাতের পর বুধবারও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে হায়দরাবাদে। বৃহস্পতিবারও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী দু দিনও প্রবল বৃষ্টির পূর্বভাস থাকায় বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা প্রশাসন।
প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে পড়ে হায়দরাবাদে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি ২ মাসের শিশুও। অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন। প্রবল বর্ষণে ডুবে গিয়েছে হায়দরাবাদের অধিকাংশ রাস্তাঘাট। অনেক জায়গায় জল ঢুকেছে বাড়ির ভিতরে। নিচু এলাকা জলমগ্ন হয়েছে। ক্রমশ বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তেলেঙ্গানার বিভিন্ন অংশে।