Advertisement

দেশ

অসমে জনতা-পুলিশ সংঘর্ষ, কমপক্ষে ২ জনের মৃত্যু, আহত বেশকয়েকজন পুলিশ

Aajtak Bangla
  • অসম,
  • 23 Sep 2021,
  • Updated 9:21 AM IST
  • 1/9

পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল অসমের দারং জেলার ধোলপুর গোরুখুটি এলাকা। সংঘর্ষে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৯ পুলিশ কর্মী সহ বেশকয়েকজন। 
 

  • 2/9

জানা গিয়েছে, রাজ্যের কৃষি প্রকল্পের জমি থেকে জবরদখলকারী হঠানোর জন্য পুলিশ এলাকায় পৌঁছলে শুরু হয় সংঘর্ষ। 
 

  • 3/9

এর আগে ওই জমিকে দখলমুক্ত করে সেটি কৃষি প্রকল্পে ব্যবহারের সিদ্ধান্ত নেয় অসম সরকার। 
 

  • 4/9

গত সোমবারও ওই এলাকা দখলমুক্ত করার জন্য অভিযান চালায় পুলিশ। অভিযোগ, তাতে গৃহহীন হয়ে পড়ে ৮০০-র বেশি পরিবার। 
 

  • 5/9

ইতিমধ্যে মোট সাড়ে চার হাজার বিঘা জমি খালি করানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন জবরদখলকারীরা। প্রসঙ্গত ওই এলাকায় বেশিরভাগ পূর্ববঙ্গ থকে আগত মুসলমান সম্প্রদায়ের মানুষের বাস। 

  • 6/9

জমি দখলমুক্ত করার প্রক্রিয়া গত জুন মাসে শুরু হয়। তারপর একটি কমিটি এলাকা পরিদর্শন করে। 

  • 7/9

ওই কমিটি জানাচ্ছে, অভিযানে ৪৯টি মুসলিম পরিবার ও একটি হিন্দু পরিবারকে উচ্ছেদ করা হয়। এরপর স্থানীয় সংবাদপত্রের তরফে লেখা হয় যে, 'প্রাগৈতিহাসিক' শিব মন্দিরের সঙ্গে যুক্ত ১২০ বিধা জমি দখলকারীদের কাছ থেকে মুক্ত করার 'অনুমোদন' দেওয়া হয়েছে। 

  • 8/9

স্থানীয় কিছু মানুষ একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, উচ্ছেদ করা পরিবারের সংখ্যা ৯০০-র বেশি। ওই পরিবারগুলিতে সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করতেন। 
 

  • 9/9

গত ৭ জুন প্রথমবার জমি দখলমুক্ত করার অভিযান চালায় জেলা প্রশাসন। এর একদিন পর এলাকা পরিদর্শন করে পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 

Advertisement
Advertisement