Advertisement

দেশ

Cinemas Overpriced Food: জল ১০০ টাকা, পপকর্ন ৫০০! মাল্টিপ্লেক্সে সিনেমার ভবিষ্যত্‍ নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

Aajtak Bangla
Aajtak Bangla
  • 05 Nov 2025,
  • Updated 11:06 AM IST
  • 1/9

সারা সপ্তাহের হাড়ভাঙা খাটনির পর অনেকেই উইকএন্ডে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যান। সঙ্গী হয় কাছের মানুষ। এটাই একটু রিফ্রেশমেন্ট।

  • 2/9

যদিও হলে কিছু খেতে গেলেই হাতে লাগে ছেঁকা। সামান্য জল থেলে কোল্ড ড্রিংক, সবই বিক্রি হয় অত্যধিক দামে।

  • 3/9

সাধারণ পপকর্নের দাম কিছু ক্ষেত্রে ছাড়িয়ে যায় ৫০০ টাকার গণ্ডি। হাফ লিটার জল বিক্রি হয় মোটামুটি ১০০ টাকার উপর।

  • 4/9

আর বাইরে বিক্রি হওয়া ৪০ টাকার কোল্ড ড্রিংক কিনতে গিয়েও ভিড়মি খেতে হয়।

  • 5/9

এছাড়া টিকিটের দামও কম নয়। পিক টাইমে ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত পৌঁছে যায় টিকিটের দাম। তাই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে আদতে পয়সার শ্রদ্ধাঞ্জলি হয় বলেই মনে করেন অনেকে।

  • 6/9

আর এই সমস্যার সমাধানে চেষ্টা করেছে কর্নাটক সরকার। তারা মাল্টিপ্লেক্সের টিকিট ২০০ টাকায় নামাতে চেয়েছে।

  • 7/9

যদিও সেই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট। যদিও দেশের প্রধান কোর্ট সোমবার মাল্টিপ্লেক্সের অত্যধিক খরচের নিন্দা করেছে করেছে। তারা সতর্ক করেছে যে অনিয়ন্ত্রিত মূল্য দর্শকদের সিনেমার থেকে দূরে সরিয়ে দিতে পারে। এমনকী সিনেমা হলগুলিকে করে দিতে পারে নির্জন।

  • 8/9

বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ এই শুনানি শুনছে। তাঁরা স্পষ্টতই সিনেমা হলের এই অত্যধিক খরচ নিয়ে অখুশী।

  • 9/9

মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বনাম কর্নাটক স্টেট ফিল্ম চেম্বার অব কমার্স এবং অন্যান্যদের মামলায় এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement