Advertisement

ধর্ম

Belur Math Reopens: নববর্ষের বেলুড় মঠে আজ কখন পুজো-আরতি? রইল সম্পূর্ণ সময়সূচি

হিমাদ্রি ঘোষ
  • বেলুড়,
  • 15 Apr 2022,
  • Updated 9:52 AM IST
  • 1/12

Belur Math Reopens from Naba Barsho: বাংলা নববর্ষে যেন আনন্দ সংবাদ নিয়ে এল বেলুড় মঠ। এখন সেখানে দর্শক-ভক্তদের প্রবেশ অবাধ। করোনার কারণে অনেক বিধিনিষেধ ছিল। বলা যেতে পারে, এখন আর তা নেই।

  • 2/12

এ কারণে প্রবল খুশি দর্শক-ভক্তরা। তাঁরা চাইছিলেন সেখানে যেতে। মাঝে বেলুড় মঠ খোলা থাকত। তবে অনেক বিধিনিষেধ ছিল। আর তাই তাঁদের মনে বেশ দুঃখ ছিল। এক সে সব দূর হল বলা যায়। 

  • 3/12

এখন সকালে বেলুড় মঠ খোলা থাকবে সাড়ে ৬টা থেকে। বন্ধ হবে বেলা সাড়ে এগোরোটায়। 

  • 4/12

আর বিকেল মঠের দরজা খুলে দেওয়া হবে ৪টের সময়। তা খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত।

  • 5/12

করোনা আবহে সরকারি অনুশাসন মেনে দীর্ঘ সময় বন্ধ ছিল বেলুড় মঠ। করোনা সংক্রমণ ঠেকাতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন পরিস্থিতি আলাদা।

আরও পড়ুন: Home Loan নেবেন? তৈরি রাখুন এই কাগজপত্র, কাজ হবে জলদি

  • 6/12

কোভিড সংক্রমণ বেশ কম। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অংশ মেলা-জমায়েত করা যাচ্ছে। বেলুড় মঠ বিক্ষিপ্ত ভাবে কিছুদিনের জন্য খোলা হলেও তাতে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ছিল একগুচ্ছ বিধি নিষেধ। 

  • 7/12

গত ২৩ ফেব্রুয়ারি চতুর্থবারের জন্য মঠ খোলা হলেও ভক্ত এবং দর্শনার্থীদের গতিবিধি ছিল নিয়ন্ত্রিত। কেবলমাত্র মন্দির দর্শন এবং গুরু প্রণাম করেই তাদের বেরিয়ে আসতে হত। 

  • 8/12

আরতি দেখা বা গঙ্গার ধারে বসার কোনও অনুমতি ছিল না। ভোগ বিতরণও ছিল বন্ধ।

আরও পড়ুন: গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ

আরও পড়ুন: দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক এসে গেল

  • 9/12

তবে বাংলা নববর্ষের প্রথম দিনটিতে ভক্ত এবং দর্শকদের জন্য সুখবর। 
 

  • 10/12

এই দিনটি থেকেই সমস্ত রকম বিধিনিষেধ ছাড়াই খুলে গেল বেলুড় মঠ। মঠ সূত্রে জানা গিয়েছে, করোনা পূর্ববর্তী সময়ে যে সময় খোলা থাকত, তেমনই থাকবে। ভক্তদের প্রবেশ অবাধ। আর এ জন্য তাঁদের মনে খুশির হিল্লোল। কারণ তাঁরা ফের আসতে পারবেন তাঁজের প্রিয় বেলুড় মঠে।

  • 11/12

মন্দির দর্শন, গুরু প্রণাম, আরতি দর্শন করতে পারবেন তারা। এতদিন যাতে বেশ কড়াকড়ি ছিল। করা হবে ভোগ বিতরণও। 

আরও পড়ুন: স্কুল খোলার দাবিতে সাইকেলে চেপে প্রচারে নেমেছেন শিক্ষক

  • 12/12

এক কথায় বাংলা নববর্ষের প্রথম দিন ভক্ত এবং দর্শকদের জন্য উপহার নিয়ে এল বেলুড় মঠ।

Advertisement
Advertisement