Advertisement

শিক্ষা-দীক্ষা

IBPS Clerk Recruitment 2021: পরীক্ষার মাধ্যমে ৫৮৩০ পদে ক্লার্ক নিয়োগ করছে ১১টি ব্যাঙ্ক! আবেদন করা যাবে আজ থেকেই

Aajtak Bangla
  • 07 Oct 2021,
  • Updated 1:48 PM IST
  • 1/8

পরীক্ষার মাধ্যমে ১১টি ব্যাঙ্কের জন্য সব মিলিয়ে ৫৮৩০টি শূন্যপদে ক্লার্ক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কিং অর্গানাইজেশন। সেই জন্য ব্যাঙ্কের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)।

  • 2/8

হিন্দি, ইংরেজি-সহ মোট ১৩টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে। আগামী ডিসেম্বরে হতে চলেছে ব্যাঙ্কিংয়ের প্রিলিমিনারি পরীক্ষা। মূল পরীক্ষা হতে পারে ২০২২-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে।

  • 3/8

প্রিলিমিনারি আর মেইন পরীক্ষায় উতরে গেলে স্থানীয় ভাষার পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রার্থীরা। স্থানীয় ভাষার পরীক্ষায় পাশ না করলে ব্যাঙ্কের ক্লার্ক পদে নিয়োগ আটকে যাবে।

  • 4/8

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যাঁরা এখনও স্নাতক হননি, তবে চূড়ান্ত বর্ষে বা শেষ সেমেস্টারে রয়েছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে পাস সার্টিফিকেট জমা দিতে হবে।

  • 5/8

আইবিপিএস ক্লার্ক পরীক্ষার পর প্রভিশনাল নিয়োগের তালিকা প্রকাশিত হতে পারে ২০২২-এর এপ্রিলে। ২০ বছর থেকে ২৮ বছরের যে কোনও ব্যক্তি এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।

  • 6/8

৭ অক্টোবর থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in থেকে আবেদন জানাতে পারবেন।

  • 7/8

ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার (আজ) থেকে অনলাইনে এই চাকরির জন্য আবেদন করা যাবে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

  • 8/8

IBPS-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরীক্ষায় মোট ১১টি ব্যাঙ্ক অংশ নেবে। এই তালিকায় রয়েছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক।

Advertisement
Advertisement