Advertisement

শিক্ষা-দীক্ষা

India Post GDS Recruitment 2022: দশম পাশে পোস্ট অফিসে চাকরির সুযোগ, বয়সের ঊর্ধ্বসীমা ৪০, বেতন কত?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2022,
  • Updated 8:35 AM IST
  • 1/5

Government Jobs: ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক (জিডিএস) এবং অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে, ভারতীয় ডাক বিভাগে ব্রাঞ্চ পোস্টমাস্টার (বিপিএম), সহকারী ব্রাঞ্চ পোস্ট মাস্টার (এবিপিএম) এবং ডাক সেবকের শূন্য পদে নিয়োগ করা হবে।
 

  • 2/5

GDS Recruitment: এই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা ৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীরা indiapostgdsonline.gov.in-এ গিয়েও আবেদন করতে পারেন।
 

  • 3/5

ভারতীয় ডাক বিভাগে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
 

  • 4/5

India Post GDS Recruitment 2022: প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। মহিলা, SC/ST প্রার্থী, PwD এবং Transwomenদের আবেদন ফি দিতে হবে না।
 

  • 5/5

বেতনের তথ্য: BPM-এর পদের জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১২ হাজার টাকা বেতন পাবেন এবং GDS/ABPM-এর পদের জন্য নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পাবেন।

Advertisement
Advertisement