Advertisement

শিক্ষা-দীক্ষা

MSCWB Recruitment 2022: HS পাশেই নিয়োগ রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে, বেতন ২৬০০০ টাকা

Aajtak Bangla
  • 31 Mar 2022,
  • Updated 9:59 AM IST
  • 1/8

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ২১ জন মহিলা ও পুরুষ নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (MSCWB)। এই নিয়োগ করা হবে সরাসরি রিক্রুটমেন্ট এক্সামিনেশন ২০২২-এর মাধ্যমে। 

  • 2/8

পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের তফশিলি জাতি-উপজাতি এবং ওবিসি প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই পদের মাসিক বেতন ২৬০০০ টাকা।

  • 3/8

রাজ্যের যে কোনও স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা প্রার্থীরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন। এর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকলে অগ্রাধিকার মিলবে।

  • 4/8

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (MSCWB) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর।

  • 5/8

মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা প্রার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক অথবা জাতীয় অথবা রাজ্য স্তরের টুর্নামেন্ট, ইভেন্ট অথবা মিট-এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

  • 6/8

ব্যাডমিন্টন, বাস্কেট বল, অ্যাথলেটিক্স, খো-খো, ক্রিকেট সহ মোট ১৭টি ক্রীড়াক্ষেত্র থেকে খেলোয়াড় নেওয়া হবে। আন্তর্জাতিক বা জাতীয় প্রতিযোগিতা, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট-এর ক্ষেত্রে এবং স্কুল এডুকেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সার্টিফিকেট থাকতে হবে।

  • 7/8

আবেদনের ফি বাবদ ১৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এর সঙ্গে প্রসেসিং চার্জ বাবদ আরও ৫০ টাকা লাগবে। তবে তফশিলি জাতি-উপজাতি বা প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে শুধুমাত্র ৫০ টাকা প্রসেসিং ফি লাগবে। অনলাইনে এই ফি দিতে হবে Indiaideas.com Limited (Bill Desk)-এর মাধ্যমে।

  • 8/8

নিয়োগ পদ্ধতি এবং সিলেবাস সংক্রান্ত তথ্য www.mscwb.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশনের কাজ ১৩ এপ্রিলের মধ্যে সেরে ফেলতে হবে। আরও বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইটে অথবা পিডিএফে দেখুন।

Advertisement
Advertisement