Advertisement

শিক্ষা-দীক্ষা

Railway Recruitment 2021: উচ্চমাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ! বেতন ২০,২০০ টাকা

Aajtak Bangla
  • 30 Nov 2021,
  • Updated 4:13 PM IST
  • 1/9

খেলোয়াড় (স্পোর্টস) কোটায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সাউদার্ন রেলওয়ে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৬টি আসনে লেভেল ২, ৩, ৪ এবং ৫ পদে কর্মী নিয়োগ করা হবে। আজ বিকাল ৫টার মধ্যেই আবেদন জানাতে হবে। ঝটপট জেনে নিন এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি আর আবেদন করে দিন নির্ধারিত সময়ের মধ্যেই...

  • 2/9

অ্যাথলেটিক্স, সাঁতার, পাওয়ার লিফটিং, বাস্কেটবল, ভলিবলের মতো খেলার সঙ্গে রাজ্য বা জাতীয় স্তরে যুক্ত খেলোয়াড়রা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সপ্তম পে কমিশনের হারে নির্বাচিত কর্মীদের বেতন দেওয়া হবে।

  • 3/9

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ২ এবং ৩): নন-টেকনিকাল পোস্টের জন্য আবেদনকারীকে যে কোনও সরকার অনুমোদিত বোর্ড থেকে ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।

  • 4/9

টেকনিকাল পোস্টের জন্য আইটিআই পাশ-সহ যে কোনও সরকার অনুমোদিত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। সংশ্লিষ্ট শাখায় আইটিআই পাশ না করলে নির্বাচিত প্রার্থীদের তিন বছরের প্রশিক্ষণ নিতে হবে।

  • 5/9

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ৪ এবং ৫): যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীকে স্নাতক হতে হবে। পদার্থ বিজ্ঞানে বিএসসি (অনার্স) প্রথম বর্ষে পড়তে হবে বা বিজ্ঞান (পদার্থ বিজ্ঞান এবং অঙ্ক) নিয়ে দ্বাদশ শ্রেণিতে পড়তে হবে। লেভেল ৫-এর জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

  • 6/9

আবেদনকারী বয়সসীমা: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় পাবেন।

  • 7/9

আবেদনের ফি: আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি-উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি আর মহিলা প্রার্থীদের আবেদনের ফি ২৫০ টাকা। যে যোগ্য প্রার্থীরা ট্রায়ালে বসবেন, ব্যাঙ্কের চার্জ কেটে তাঁদের টাকা ফেরত দেওয়ার বিধি আছে।

  • 8/9

আবেদনের পদ্ধতি: প্রথমে সাউদার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrcpryj.org/-এ গিয়ে 'Recruitment'-এ ক্লিক করুন। এর পর 'RRC Prayagraj'-এর 'Sports Quota (2020-21)'-এ ক্লিক করুন। তার পর নির্দেশ মেনে আবেদন করুন। 

  • 9/9

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১। অর্থাৎ, আজ বিকাল ৫টার মধ্যেই আবেদন জানাতে হবে। তবে দূরবর্তী এলাকার প্রার্থীদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হবে ১৫ ডিসেম্বর, ২০২১।

Advertisement
Advertisement