Advertisement

শিক্ষা-দীক্ষা

Central Railway Apprentice Recruitment 2022 : মাধ্যমিক পাশেই রেলে দারুণ চাকরি, আবেদনের লিঙ্ক রইল

Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Dec 2022,
  • Updated 12:53 PM IST
  • 1/5

রেলে যাঁরা চাকরি করতে চান তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। মধ্য রেলওয়ের বিভিন্ন পদে করা হচ্ছে নিয়োগ (Central Railway Recruitment 2022)। পদগুলিতে আবেদনের প্রক্রিয়া ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়ছে। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২২। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট rrccr.com/Home/Home-এ গিয়ে আবেদন করতে পারেন (Central Railway Apprentice 2022 Apply Online)। 

  • 2/5

শূন্যপদের বিবরণ (Central Railway Apprentice Recruitment 2022)
মোট ২,৪২২টি শূন্যপদে করা হবে অ্যাপ্রেন্টিস নিয়োগ
মুম্বই ক্লাস্টার - ১,৬৫৯টি শূন্যপদ
ভুসাওয়াল ক্লাস্টার - ৪১৮টি শূন্যপদ 
পুণে ক্লাস্টার - ১৫২টি শূন্যপদ 
নাগপুর ক্লাস্টার - ১১৪টি শূন্যপদ
সোলাপুর ক্লাস্টার - ৭৯টি শূন্যপদ
আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। 
 

  • 3/5

শিক্ষাগত যোগ্যতা 
পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পাশ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে অস্থায়ী শংসাপত্র থাকতে হবে।  
 

  • 4/5

আবেদন শুল্ক
এই পদগুলিতে আবেদনের জন্য সাধারণ, ওবিসি ও ইডব্লুএস প্রার্থীদের ১০০ টাকা শুল্ক দিতে হবে। তবে মহিলা ও অন্যান্য শ্রেণির প্রার্থীদের কোনওরকম ফি দিতে হবে না। 

 

আরও পড়ুন - ছবি দু'টিতে ৫ পার্থক্য, ৩০ সেকেন্ডে খুঁজতে পারবেন?

  • 5/5

নিয়োগ পদ্ধতি
মেধা তালিকার ভিত্তিতে বেছে নেওয়া হবে প্রার্থাদের। দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বর ও আইটিআই-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেধা তালিকা। 

Advertisement
Advertisement