Advertisement

শিক্ষা-দীক্ষা

SFI Spoken English Class : রাজ্যে এসএফআই চালু করল ফ্রি-তে স্পোকেন ইংলিশ ক্লাস, কীভাবে ভর্তি?

Aajtak Bangla
  • দেগঙ্গা,
  • 19 May 2022,
  • Updated 5:05 PM IST
  • 1/11

SFI  Spoken English Class: সেল্ফ ডিফেন্সের পর এবার স্পোকেন ইংলিশ ক্লাস। এমনই উদ্যোগ নিয়েছে এসএফআই। দিন কয়েক আগে তারা ছাত্রীদের জন্য আত্মরক্ষার শিবির করার উদ্যোগ নিয়েছিল। উত্তর ২৪ পরগণা জেলা এসএফআইয়ের তরফ থেকে স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। 

  • 2/11

তারা স্লোগান দিয়েছে, 'বিকল্পের অভিমুখে এসএফআই, মানুষ গড়ার কাজে এসএফআই।'

  • 3/11

ক্লাস শুরু হয়ে গিয়েছে। উত্তর চব্বিশ পরগণা জেলার দেগঙ্গার প্রান্তিক গ্রাম চাঁদপুরে এসএফআই দেগঙ্গা লোকাল কমিটি -১ এর উদ্যোগে শুরু হয়েছে তা। স্পোকেন ইংলিশ কোর্সের জন্য কোনও খরচ লাগবে না। 

  • 4/11

৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হল এই কোর্স। শেখাবেন শিক্ষকেরা আমাদের ছাত্রনেতারাও। দু'টো গ্রুপ করে শেখানো হবে। 

আরও পড়ুন: 22.02.2022-এর মতো তারিখে বিয়ে করা অশুভ? জানুন নম্বর গেম

আরও পড়ুন: নাকাশিপাড়ায় জেলেদের হাতে ৭০ কেজির বাগার মাছ, হইহই

আরও পড়ুন: মেটালিক শাড়িতে অনন্য Mouni Roy, শেয়ার করলেন সেই ছবি

  • 5/11

উদ্বোধন করেন এসএফআই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক আকাশ কর।

  • 6/11

তারা জানাচ্ছে, বর্তমান সময়কে মান্যতা দিয়ে, কালের সঙ্গে তাল মিলিয়ে এবং ইংরেজী শিক্ষার গুরুত্ব বুঝে এসএফআই দেগঙ্গা লোকাল কমিটি-১-এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য এই ক্লাস শুরু হয়েছে।

  • 7/11

পড়ুয়াদের যাতে আরও সুবিধা হয়, তাই স্পোকেন ইংলিশ কোর্স চালু হল। মাতৃভাষার গুরুত্ব অপিরসীম। তবে লেখাপড়ার সূত্রে, কাজের সূত্রে এবং যে কোনও সূত্রেই হোক বিশ্বের দরবারে সম্মুখীন হতে গেলে ইংরেজি ভাষাকে উপেক্ষা করা যায় না। 

  • 8/11

এ ছাড়া সমাজে প্রতিনিয়ত ভাষা নিয়ে যে বৈষম্য চলে, তার যথাযথ উত্তর যাতে গ্রামের ছেলেমেয়েরা সহজে দিতে পারে, তার জন্য এই প্রয়াস।

  • 9/11

এসএফআই এই সমস্যাগুলোকে বুঝতে পেরেছে। এবং সেটা সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে।

  • 10/11

এদিকে, ঠিক হয়েছে, বসিরহাট টাউন হলে সপ্তাহে একদিন বা দু'দিন করে সেল্ফ ডিফেন্সের শিবিরের আয়োজন করা হবে। স্কুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রচার চলছে। টানা শিবির চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। মাস তিনেকের একটা কোর্স করানোর ইচ্ছা রয়েছে। 

  • 11/11

আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার কাজে ওই ছাত্র সংগঠনের প্রাক্তনী বা এসএফআইকে সাহায্য করতে উদ্যোগী এমন অনেকে এগিয়ে আসছেন।

Advertisement
Advertisement