Visva-Bharati University on Patha Bhaban and Siksha Satra Exam: পাঠভবন (Patha Bhaban) ও শিক্ষাসত্র (Siksha Satra)-এর সার্টিফিকেট এবং প্রিডিগ্রি ফাইনাল পরীক্ষা হবে অফলাইনে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)। এ নিয়ে ক্ষোভ রয়েছে অভিভাবকদের মধ্য়ে। কী করে এমন সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা।
আরও পড়ুন: 'নিউ ইয়ারে আমি খাইয়ে দেব,' বিহারে বিষ মেশানো খাবার দিয়ে স্ত্রীকে খুন
আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL
পাঠভবন (Patha Bhaban) ও শিক্ষাসত্র (Siksha Satra)-এর সার্টিফিকেট এবং প্রিডিগ্রি পরীক্ষা নেওয়া হবে অফলাইনেই। অর্থাৎ ছাত্রছাত্রীদের স্কুলে এসে পরীক্ষা দিতে হবে। গত ১৯ জানুয়ারি একটি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva-Bharati University)।
আরও পড়ুন: বাংলায় নয়া COVID-বিধি, বার-রেস্তোরাঁ কতক্ষণ খোলা থাকবে?
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva-Bharati University Vice-Cahncellor Bidyut Chakraborty)-এর উপস্থিতিতে দীর্ঘ ভার্চুয়াল বৈঠকের পর পাঠভবন ও শিক্ষাসত্রের “জয়েন্ট ইনস্টিটিউট বোর্ড“এর পাঠক্রম সঙ্কোচনের যে প্রস্তাব নেওয়া হয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রিটার্ন দিয়েছে ১১, ৬৬৪ শতাংশ, মানে ১ লক্ষ টাকা রেখে পেয়েছেন ১ কোটি ১৭ লক্ষ
ঠিক হয়েছে, সম্পূর্ণ পাঠক্রমের ওপর স্কুল সার্টিফিকেট এবং প্রিডিগ্রি লিখিত পরীক্ষা হবে।
আরও পড়ুন: কালো মনোকিনিতে সিজলিং Avneet Kaur, নয়া লুকে ফ্য়ানেদের বুকে ঝড়
করোনা (Cororna)-র প্রভাব বাড়তে থাকায় আবার নতুন করে পঠনপাঠন বন্ধ হয়ে গিয়ে। অনলাইন ক্লাস চলছে। এর ফলে রাজ্যের বিভিন্ন বোর্ড তাদের পাঠক্রম সংক্ষিপ্ত বা সঙ্কোচন করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: বিকিনিতে Neha Malik, ফুটে উঠেছে পারফেক্ট ফিগার, দেখুন PHOTOS
রাজ্য সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL
স্কুল না খুললে টেস্ট পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। ফাইনাল পরীক্ষা কোন মাধ্যমে নেওয়া হবে তা পরিষ্কার না হলেও বিশ্বভারতী (Visva-Bharati University) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, পাঠভবন (Patha Bhaban) ও শিক্ষাসত্র (Siksha Satra)-এর সার্টিফিকেট এবং প্রিডিগ্রি পরীক্ষা নেওয়া হবে অফলাইনে।
আরও পড়ুন: খেলার মাঠে প্রতিপক্ষ এখন COVID, অ্যাসেজ থেকে অস্ট্রিলয়ান ওপেন-ফুটবল প্রবল সঙ্কটে
ছাত্রছাত্রীদের স্কুলে এসে পরীক্ষা দিতে হবে। সব কিছু ঠিক থাকলে এই পরীক্ষা হওয়ার কথা মার্চ-এপ্রিলে।
বিশ্বভারতী (Visva-Bharati University) সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ জানুয়ারী থেকে শিক্ষাসত্রে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। পাঠভবন (Patha Bhaban)-এ টেস্ট পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। এই পরীক্ষার দেড় মাসের মধ্যে ফাইনাল পরীক্ষা নেওয়া হবে।
এই বিষয়ে জানার জন্য বিশ্বভারতী (Visva-Bharati University)-র ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।