Advertisement

BEL Recruitment 2022 : ভারত ইলেকট্রনিক্সে প্রচুর চাকরি, যোগ্যতা-আবেদন কী করে, দেখুন

BEL Recruitment 2022: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited) বা বেল (BEL)-এ প্রচুর চাকরির সুযোগ। এটি একটি নবরত্ন সংস্থা। সেখানে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত ইলেকট্রনিক্সে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2022,
  • अपडेटेड 8:24 PM IST
  • ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল-এ প্রচুর চাকরির সুযোগ
  • এটি একটি নবরত্ন সংস্থা
  • সেখানে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে

BEL Recruitment 2022: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited) বা বেল (BEL)-এ প্রচুর চাকরির সুযোগ। এটি একটি নবরত্ন সংস্থা। সেখানে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনলাইনে আবেদন করা যাবে। 

শিক্ষার যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে যাঁরা ডিপ্লোমা, বিটেক অথবা বিই করেছেন, তাঁরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited)-এ এই পদের জন্য আবেদন করতে পারবেন। সে ব্য়াপারে বিজ্ঞাপনে বলা রয়েছে। আবেদনের আগে তা দেখে নেওয়ার আর্জি জানানো হয়েছে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

বাছাই প্রক্রিয়া, বেতন
তাঁদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কবে কী হবে, সে ব্য়াপারে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited)-এর বিজ্ঞাপনে সব বলা আছে। এখানে ন্যূনতম স্টাইপেন্ড ১০ হাজার ৪০০ টাকা। আর স্টাইপেন্ডের সর্বোচ্চ অঙ্ক ১১ হাজার ১০০ টাকা। 

রেজিস্ট্রেশনের প্রক্রিয়া

  • সবার আগে mhrdnats.gov.in ওয়েবসাইটে যেতে হবে
  • তারপর এনরোলে ক্লিক করতে হবে
  • সেখানে যা যা জানতে চাওয়া হয়েছে, তা দিতে হবে
  • এরপর সাবমিটে ক্লিক করতে হবে। তখন রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হবে
  • রেজিস্ট্রেশনের ফর্মের প্রিন্ট আউট রেখে দিতে হবে

পরীক্ষা দিতে আসা প্রার্থীদের মাস্ক পরতেই হবে। মাস্ক না পরে এলে তাঁদের অনুমতি দেওয়া হবে না। এর পাশাপাশি তাঁদের অ্যাপ্রেন্টিস পোর্টাল রেজিস্ট্রেশন আনতে হবে। 

২ মার্চ তাদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। শেষ হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। বিভিন্ন ধাপে বিভিন্ন বিভাগের পরীক্ষার আয়োজন করা হয়েছে। সে ব্য়াপারে বিস্তারিত তথ্য রয়েছে বিজ্ঞাপনে। 

সরকারি বিজ্ঞাপন দেখার জন্য এখানে ক্লিক করুন।  

আরও পড়ুন: মদের পুরনো স্টক নিয়ে বেজায় সমস্যায় বারমালিকেরা, বরফ-জলে কাজ হবে না!

Advertisement

আরও পড়ুন: চাকরি পেতে ঝক্কি? এগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement