Advertisement

IARI Recruitment 2022 : ক্লাস টেন পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ, আবেদন-শেষ তারিখ কবে?

IARI Recruitment 2022: প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেটা হল iari.res.in। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত সেখানে আবেদন করতে পারেবন আগ্রহীরা।

কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 15 Jan 2022,
  • अपडेटेड 4:35 PM IST
  • কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ
  • ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট (আইএআরআই)-এর আবেদনের শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হল
  • সেখানে ৬০০-র বেশি পদে নিয়োগ করা হবে

IARI Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর বা ICAR)-ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট (আইএআরআই বা IARI)-এর আবেদনের শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হল। সেখানে ৬০০-র বেশি পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: রাস্তায় মরে পড়ে থাকা যে কোনও প্রাণী খান এই মহিলা

প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেটা হল iari.res.in। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত সেখানে আবেদন করতে পারেবন আগ্রহীরা। টেকনিশিয়ান পদে সেখানে নিয়োগ করা হবে। 

আরও পড়ুন: এই ৫ TATA শেয়ার ২ হাজার শতাংশ রিটার্ন দিয়েছে, দেখুন কোনগুলি

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন শুরুর দিন - ১৮ ডিসেম্বর, ২০২১
  • আনলাইনে আবেদনের সেষ দিন - ২০ জানুয়ারি, ২০২২
  • অনলাইনে অবজেকটিভ টাইপ পরীক্ষা (সিবিটি) - জানুয়ারির ২৫ তারিখ থেকে ফেব্রুয়ারির ৫ তারিখের মধ্যে 

আরও পড়ুন: Google-এ ভুলেও ব্য়াঙ্কের কাস্টমার কেয়ার নম্বর সার্চ নয়, সাবধান করল SBI

কত শূন্য়পদ
সেখানে মোট শূন্য়পদের সংখ্যা (টি-১) - ৬৪১

  • সাধারণ শ্রেণি - ২৮৬
  • এসসি - ৯৩
  • এসটি - ৬৮
  • ওবিসি - ১৩৩
  • ইডব্সুএস - ৬১

আরও পড়ুন: ঘুমপাড়ানি গুলিতে ৬ দিন পর 'বাঘবন্দি'! স্বস্তি ফিরল কুলতলিতে

বেতন
২১,৭০০ (বেসিক), সঙ্গে লেভেল ৩ ইনডেক্স ১ অ্যালাওয়েন্স (সপ্তম বেতম কমিশন অনুসারে)। যাঁরা দশম শ্রেণি পাশ করেছেন তাঁরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

বয়স
আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষণের নিয়মে বয়সের যে ছাড় পাওয়া যায়, তা পাওয়া যাবে। সরকারি বিজ্ঞপ্তি সে ব্য়াপারে বিস্তারিত রয়েছে। 

আরও পড়ুন: শীতে এই খাবারগুলো দূরে রাখুন, শরীর সব সময় থাকবে চনমনে

Advertisement

বাছাইয়ের পদ্ধতি
অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তারপর বাছাই করা হবে। চলতি মাসের ২৫ তারিখ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হবে। 

সরকারি নোটিফিকেশনের জন্য এখানে ক্লিক করুন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement