RRB Group D Exam 2021: রেলওয়ে ভর্তি বোর্ড গ্রুপ ডি পরীক্ষা (RRB Group D Exam 2021) বেশ কয়েকটি ধাপে নেবে। এমনই পরিকল্পনা করা হচ্ছে। পরীক্ষার দিনক্ষণের ব্য়াপারে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি সেই পরীক্ষা হতে পারে।
লিঙ্ক লাইভ
এর পাশাপাশি রেলওয়ে ভর্তি বোর্ড (RRB) নিজেদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন স্টেটাস এবং মডিফিকেশন লিঙ্ক লাইভ করে দিয়েছে। যে প্রার্থীরা পরীক্ষা (RRB Group D Exam 2021) দিতে চান এবং ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁরা নিজেদের অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করে নিন। সরকারি ওয়েবসইটটি হল rrbcdg.gov.in।
আরআরবি গ্রুপ ডি এক্সাম ২০২১ (RRB Group D Exam 2021)-এর নিজের স্টেটাস এভাবে চেক করুন
ছবি বা সইয়ের কোনও অসুবিধার জন্য যে প্রার্থীর আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছিল, তা শুধরে নেওয়া যাবে। সেগুলো আপডেট করা যাবে। এই সময়সীমা চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত।
অ্যাপ্লিকেশন স্টেটাস দেখার জন্য এখানে ক্লিক করুন।