Advertisement

RRB Group D Exam 2021 : রেলে Group D পরীক্ষার ফর্ম বাতিল হয়ে যায়নি তো! এভাবে দেখুন

RRB Group D Exam 2021: রেলওয়ে ভর্তি বোর্ড (RRB) নিজেদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন স্টেটাস এবং মডিফিকেশন লিঙ্ক লাইভ করে দিয়েছে। যে প্রার্থীরা পরীক্ষা (RRB Group D Exam 2021) দিতে চান এবং ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁরা নিজেদের অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করে নিন।

রেলের পরীক্ষার ফর্ম নিয়ে বড় আপডেট (প্রতীকী ছবি)রেলের পরীক্ষার ফর্ম নিয়ে বড় আপডেট (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2021,
  • अपडेटेड 12:17 PM IST
  • রেলওয়ে ভর্তি বোর্ড গ্রুপ ডি পরীক্ষা বেশ কয়েকটি ধাপে নেবে
  • এর পাশাপাশি রেলওয়ে ভর্তি বোর্ড নিজেদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন স্টেটাস এবং মোডিফিকেশন লিঙ্ক লাইভ করে দিয়েছে
  • যে প্রার্থীরা পরীক্ষা দিতে চান এবং ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁরা নিজেদের অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করে নিন

RRB Group D Exam 2021: রেলওয়ে ভর্তি বোর্ড গ্রুপ ডি পরীক্ষা (RRB Group D Exam 2021) বেশ কয়েকটি ধাপে নেবে। এমনই পরিকল্পনা করা হচ্ছে। পরীক্ষার দিনক্ষণের ব্য়াপারে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি সেই পরীক্ষা হতে পারে। 

লিঙ্ক লাইভ
এর পাশাপাশি রেলওয়ে ভর্তি বোর্ড (RRB) নিজেদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন স্টেটাস এবং মডিফিকেশন লিঙ্ক লাইভ করে দিয়েছে। যে প্রার্থীরা পরীক্ষা (RRB Group D Exam 2021) দিতে চান এবং ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁরা নিজেদের অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করে নিন। সরকারি ওয়েবসইটটি হল rrbcdg.gov.in।

আরও পড়ুন

আরআরবি গ্রুপ ডি এক্সাম ২০২১ (RRB Group D Exam 2021)-এর নিজের স্টেটাস এভাবে চেক করুন

  • প্রথম পদক্ষেপ- সবার আগে প্রার্থীকে যেতে হবে সরকারি ওয়েবসাইটে, মানে  rrbcdg.gov.in এখানে যেতে হবে
  • দ্বিতীয়  পদক্ষেপ- হোমপেজে দেওয়া রয়েছে একটি লিঙ্ক। সেটি হল "RRC-CEN-01/2019 (Level 1 Posts) - Modification Link for Uploading of Photograph and/or Signature and Checking of Application Status"। এখানে ক্লিক করুন
  • তৃতীয়  পদক্ষেপ- প্রার্থী নিজের রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ দিয়ে সাবমিট করুন
  • চতুর্থ  পদক্ষেপ- এবার প্রার্থীর সামনে সেই স্টেটাস দেখা যাবে

ছবি বা সইয়ের কোনও অসুবিধার জন্য যে প্রার্থীর আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছিল, তা শুধরে নেওয়া যাবে। সেগুলো আপডেট করা যাবে। এই সময়সীমা চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত। 

অ্যাপ্লিকেশন স্টেটাস দেখার জন্য এখানে ক্লিক করুন। 

 

Read more!
Advertisement
Advertisement