Advertisement

UPSC Recruitment 2021 : ইউপিএসসি-তে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, ৩৯ হাজার টাকা পর্যন্ত বেতন

UPSC Recruitment 2021: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর। তবে এসসি এবং এসটি প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে।

ইউপিএসসিতে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2021,
  • अपडेटेड 4:59 PM IST
  • ইউপিএসসিতে চাকরির সুযোগ, সেখানে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে
  • ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে
  • সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে

UPSC Recruitment 2021: ইউপিএসসিতে চাকরির সুযোগ (UPSC Recruitment 2021)। সেখানে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন। ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব, তিনজনে মিলে সংসার করছেন জমিয়ে

ইউপিএসসি (UPSC) জানাচ্ছে, সরকারি ওয়েবসাইটে আবেদন করা যেতে পারে। সেটি হল upsc.gov.in। মোট শূন্যপদের সংখ্যা ৬। ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন: লবঙ্গ-হলুদ এবং... শীতকালে শরীর চাঙ্গা রাখতে কিছু সহজ আয়ুর্বেদিক উপায়

বয়সের সীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। তবে এসসি এবং এসটি প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি প্রার্থীদের জন্য ৫ বছর ছাড় মিলবে। আর ওবিসি প্রার্থী বয়সে ৩ বছরের ছাড় পাবেন। সরকারি নোটিফিকেশনে এ ব্য়াপারে জানানো রয়েছে।

আরও পড়ুন: কৃষক আন্দোলনের ধাত্রীভূমি, রেখায়-লেখায় ধরা বাঙালি শিল্পীর পেনসিলে

শিক্ষার যা যোগ্যতা দরকার
সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ (UPSC Recruitment 2021)-এর আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি ইউপিএসসি (UPSC) যা যোগ্যতা চেয়েছে, সেগুলো পূরণ করতে হবে। তাঁদের বেতন ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা হবে। 

আরও পড়ুন: কালো পোশাকে মোহময়ী Esha Gupta, ঠান্ডায় উষ্ণতা ছড়াচ্ছেন

আবেদনের খরচ
এই পদ (UPSC Recruitment 2021)-এ আবেদন করার জন্য ২৫ টাকা লাগবে। তবে সবাইকে এই টাকা দিতে হবে না। এসসি, এসটি, পিডব্লুবিডি (PwBD) এবং মহিলা প্রার্থীদের জন্য কোনও আবেদন খরচ লাগবে না। এই পদে আবেদনের জন্য ইউপিএসসি (UPSC)-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in দেখতে হবে।

আরও পড়ুন: '২৯ টাকার জিনিসটা পেলাম না!' Mio Amore অফার Viral, মিমে ছড়াছড়ি

Advertisement

এবং সেখান থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন হল চলতি বছরের ৩০ ডিসেম্বর। ফর্ম পূরণ করার পর তার প্রিন্ট আউট নেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর।

সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement