Advertisement

বদল ৩ জেলাশাসক, চতুর্থ দফার আগেও কড়া পদক্ষেপ কমিশনের

মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিনই কলকাতার ৮ জন রিটার্নিং অফিসারকে অপসারিত করেছিল নির্বাচন কমিশন। তার ২৪ ঘণ্টা পার হতে না হতে ফের কড়া পদক্ষেপ কমিশনের। এবার চতুর্থ দফা ভোটের আগেই ৩ জেলায় জেলাশাসক তথা মুখ্য নির্বাচনী আধিকারিককে বদল করল কমিশন।

নির্বাচন কমিশন
অনিল গিরি
  • কলকাতা,
  • 07 Apr 2021,
  • अपडेटेड 11:45 PM IST
  • মঙ্গলবার কলকাতার ৮ জন রিটার্নিং অফিসারকে অপসারিত করা হয়েছে
  • তার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের কড়া পদক্ষেপ কমিশনের
  • এবার অপসারিত হলেন রাজ্যের ৩ জেলার জেলাশাসক

মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিনই কলকাতার ৮ জন রিটার্নিং অফিসারকে অপসারিত করেছিল নির্বাচন কমিশন। তার ২৪ ঘণ্টা পার হতে না হতে ফের কড়া পদক্ষেপ কমিশনের। এবার চতুর্থ দফা ভোটের আগেই ৩ জেলায় জেলাশাসক তথা মুখ্য নির্বাচনী আধিকারিককে বদল করল কমিশন।

১০০ আসন আর ২ কোটি ভোট! বাংলা জয়ের মূল ফ্যাক্টর?

বুধবার যে বিজ্ঞপ্তি কমিশন জারি করেছে তাতে দেখা যাচ্ছে  দক্ষিণ দিনাজপুরে, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের নির্বাচনী আধিকারিককে বদল করা হয়েছে। এই তিন জেলায় অবশ্য় চতুর্থ দফায় নির্বাচন নেই। দক্ষিণ দিনাজপুরের জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ছিলেন নিখিল নির্মল। তার জায়গায় দক্ষিণ দিনাজপুরের নতুন জেলাশাসক হচ্ছেন সি মুরুগান। একই রকম ভাবে অপসারিত হয়েছেন পূর্ব বর্ধমানের নির্বাচনী আধিকারিক এনাউর রহমান। তার পরিবর্তে জেলার নতুন জেলা নির্বাচনী আধিকারিক হচ্ছেন শিল্পা গৌরিসারিয়া। পশ্চিম বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিকের পদ থেকে সরানো হয়েছে পূর্ণেন্দু কুমার মাঝিকে। তার জায়গায় জেলার নতুন জেলাশাসক হলেন অনুরাগ শ্রীবাস্তব। 

লকেটের নির্বাচনী এজেন্টের কাছে হুমকি ফোন, কমিশনে BJP

অপসারিত এই তিন আইএএস অফিসার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে অংশ নিতে পারবেন না বলে কমিশন স্পষ্ট করে দিয়েছে। সেই সঙ্গে নতুন জেলাশাসকদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। এদিন কলকাতার ২টি থানার ওসিও বদল করেছে কমিশন। রিজেন্ট পার্ক থানার ওসি মৃণালকান্তি মুখোপাধ্যায়কে সরিয়ে সেখানে আনা হয়েছে রাম থাপাকে। বাঁশদ্রোণী থানার ওসি প্রতাপ বিশ্বাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মলয় বসুকে। 

 

 

এবারে রাজ্যে সুষ্ঠু ভাবে নির্বাচন করাতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। ইতিমধ্যে একাধিক সরকারি আধিকারিকে নির্বাচনের কাজ থেকে সরানো হয়েছে। মঙ্গলবারই বিবৃতি জাপি করে কলকাতার  ৮ রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটা এই আট কেন্দ্রের  ৮ জন রিটার্নিং অফিসারকে অপসারিক করা হয়। ওই আট রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিরোধী দলগুলো পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছিল। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement