Advertisement

কলকাতা

মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার শিখতে কলকাতায় ভিনরাজ্যের ডাক্তাররা

Aajtak Bangla
  • 06 Sep 2021,
  • Updated 6:15 PM IST
  • 1/5

শল্য চিকিৎসায় একের পর এক নরিজ গড়ছেন এ রাজ্যের চিকিৎসকরা। পথ দেখাচ্ছেন ভিন রাজ্যের চিকিৎসকদের। যেমন, শল্য চিকিৎসায় এক জটিল অস্ত্রোপচার OLIF বা অবলিক ল্যাটারাল ইন্টারবডি ফিউশন শিখতে কলকাতায় সেমিনারে যোগ দিয়েছিলেন ভিনরাজ্যের AIIMS-এর চিকিৎসকরাও। 

  • 2/5

অবলিক ল্যাটারাল ইন্টারবডি ফিউশন বা OLIF হল মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার। অথচ গোটা পিঠ কেটে নয়, মাত্র ২ সেন্টিমিটার কেটেই অস্ত্রোপচার সেরে ফেলা হয়।

  • 3/5

পূর্ব ভারতের মধ্যে একমাত্র এই কলকাতাতেই জটিল অস্ত্রোপচার শুরু হয়েছে। আর এই অস্ত্রোপচার শিখতেই এ শহরে আসছেন ভিন রাজ্যের অনেক স্নায়ুরোগের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক।

  • 4/5

মেরুদণ্ডের সাধারণ অস্ত্রোপচারের তুলনায় OLIF-এর খরচ খানিকটা বেশি। তবে মাইক্রোস্কোপের ব্যবহারে নিখুঁত এই অস্ত্রোপচারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। বিগত মাসে খানেকে কলকাতার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের চিকিৎসকেরা এমন শতাধিক অস্ত্রোপচার করেছেন।

  • 5/5

এই অস্ত্রোপচারের পদ্ধতি ভিন রাজ্যের চিকিৎসকদের শেখাতে এই প্রথম লাইভ সার্জারির মাধ্যমে কর্মশালার আয়োজন করছে কলকাতার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স। এই অস্ত্রোপচারের কৌশল শিখতে কলকাতায় এসেছেন ভুবনেশ্বর, পটনা, রাঁচি, গুয়াহাটি, চেন্নাইয়ের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (AIIMS) মেরুদণ্ডের শল্য চিকিৎসকরা।

Advertisement
Advertisement