রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না, এই ঘোষণা করে চমক দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এবার তিনি তৃণমূলে যোগ দিলেন। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন আসানসোলের সাংসদ। যা নিয়ে জোর তরজা রাজ্য রাজনীতিতে। বাবুল সুপ্রিয় অমিত শাহ-নরেন্দ্র মোদীদের স্নেহধন্য ছিলেন। আর এখন তাঁকে দেখা যাবে মমতার 'ছায়ায়'।
কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদল হয়। তখন মন্ত্রিত্ব খোয়ান বাবুল। তারপরই তিনি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে দফায় দফায় BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় বাবুলের। জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরও তিনি জানিয়ে দেন, আর রাজনীতি করবেন না। রাজনীতিতে না থেকেই মানুষের সেবা করবেন। কিন্তু, সব হিসেব বদলে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখান তিনি।
একনজরে বাবুলের রাজনৈতিক সফর- বাবুল সুপ্রিয় ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে BJP প্রার্থী হিসেবে জয়ী হন। পান মন্ত্রিত্ব। তাঁকে নগরোন্নয়ন ও আবাসন দফতরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
এরপর ২০১৬ সালে তাঁকে দফতর পরিবর্তন করে ভারী শিল্প ও জন উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর ফের ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান
সেবারও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুনমুন সেনকে ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটে পরাজিত করেন। ফের মন্ত্রিত্ব পান তিনি। তবে তাঁকে একুশের বিধানসভা ভোটে প্রার্থী করে বিজেপি। সেই ভোটে পরাজিত হন তিনি।
৭ জুলাই বাবুল সুপ্রিয়র মন্ত্রিত্ব চলে যায়। এরপর ৩১ জুলাই তিনি ঘোষণা করেন রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে থাকবেন না। রাজনীতির বাইরে থেকেই তিনি মানুষের জন্য কাজ করবেন।
প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনের আগে এটা বড় চমক তৃণমূলের। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে বাবুলকে প্রচারে নামার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। তারকা প্রচারকের তালিকায় নামও ছিল তাঁর।
বাবুল সুপ্রিয় বলেন, তিনি তৃণমূলে যোগ দিয়ে খুশি। তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি সেই দায়িত্ব পালন করার জন্য মুখিয়ে রয়েছেন।
প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বাবুলের স্ত্রী ও কন্যার সঙ্গে সাক্ষাৎও করেছেন নমো।
বাবুলের প্রচারে আসানসোলে এসেছিলেন প্রধানমন্ত্রী। প্রশংসা করেছিলেন এই গায়কের।
প্রকাশ্য মঞ্চ থেকেই নমো বলেছিলেন, 'বাবুলকে চাই।'
প্রধানমন্ত্রীর সঙ্গে যাঁর এই রকম সম্পর্ক ছিল, সেই বাবুলের তৃণমূলে যোগ দেওয়ায় বেশ অবাক রাজনৈতিক মহল।